চলছে না পণ্যবাহী ট্রাক, বেনাপোল বন্দর থেকে মালামাল খালাস বন্ধ  

ছবি: সংগৃহীত

বাস মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে গণপরিবহন চলাচল স্বাভাবিক করলেও, ডিজেলের মূল্য পুনর্বিবেচনাসহ ৩ দফা দাবিতে যশোরের বেনাপোল থেকে গত শুক্রবার থেকে সব ধরনের পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ আছে।

মালামাল খালাস বন্ধ থাকায় বন্দরে ট্রাকজট তৈরি হয়েছে।  

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দিন গাজি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ট্রাক, লরি ওনার্স অ্যাসোসিয়েশন আমাদের জানিয়েছে, ডিজেলের মূল্য পুর্নবিবেচনাসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক রাস্তায় চলবে না। আমরা সে অনুয়ায়ী শুক্রবার থেকে কর্মবিরতি পালন করছি। বেনাপোল বন্দর থেকে পণ্য লোড হচ্ছে। তবে ফেডারেশন থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত কোন পণ্যবাহী ট্রাক বন্দর ছেড়ে যাবে না।'

এ ৩ দফা দাবি হলো- জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা, যমুনা ও মুক্তাপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার করা এবং দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো পণ্যবাহী পরিবহন থেকে যে টোল নেয় তা বন্ধ করা।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার বলেন, 'পণ্যবাহী ট্রাক ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর থেকে কোনো মালামাল খালাস হয়নি। পণ্যবাহী ট্রাক ছেড়ে যাচ্ছে না। তবে বন্দরে লোড-আনলোড প্রক্রিয়াসহ আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।'  

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

14h ago