বাস চলাচল শুরু, নেওয়া হচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি
বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মহানগরে সাড়ে ২৬ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেই অনুযায়ী সোমবার থেকে প্রস্তাবিত ভাড়া কার্যকর হওয়ার কথা। তার আগেই রোববার সন্ধ্যা থেকে ইচ্ছেমতো ভাড়া নিয়ে যাত্রী বহন শুরু করেছে রাজধানীর বিভিন্ন রুটের বাস কোম্পানিগুলো।
রোববার রাতে রাজধানীতে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদরঘাট থেকে মিরপুরের ভাড়া যেখানে ৩০ টাকা ছিল এখন সেটা ৪০ টাকা নেওয়া হচ্ছে। ভাড়া বাড়ানো হয়েছে ৩৩ শতাংশের বেশি।
সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা থাকলেও আগের দিন থেকে কেন অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, জানতে চাইলে একাধিক বাস কন্ডাক্টর দ্য ডেইলি স্টারকে জানান, আগের দিন থেকেই যেহেতু বেশি দামে তেল কেনা হয়েছে। তাই ভাড়াও বেশি নিচ্ছেন।
বিহঙ্গ পরিবহনের কন্ডাক্টর ফরহাদ হোসের বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের বাস ৩ দিন বন্ধ ছিল। রাত ৮টার দিকে বাস রাস্তায় নামানো হয়েছে। মালিক বলেছেন, আজকেও যেহেতু বেশি দামে তেল কেনা হয়েছে, তাই ভাড়া বেশি না নিলে পোষাবে না।'
তিনি আরও বলেন, 'মিরপুর থেকে সদরঘাট পর্যন্ত আগে ৩০ টাকা ভাড়া নিতাম, আজ থেকে ৪০ টাকা ভাড়া নিচ্ছি।'
বাবুবাজার থেকে গাবতলীগামী বিআরটিসি ডাবল ডেকার বাসের কন্ডাক্টর নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাবু বাজার থেকে গাবতলীর ভাড়া আজ ৪০ টাকা নেওয়া হয়েছে।' আগে ৩০ টাকা করে নেওয়া হতো বলেও জানান তিনি।
অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'মালিক যেভাবে বলেছেন, আমরা সেভাবে ভাড়া নিচ্ছি।'
বিআরটিসি ডাবল ডেকারের যাত্রী ইমান আলী নিয়মিত রাজধানীর ফার্মগেট থেকে কল্যাণপুর যাতায়াত করেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগে ১০ থেকে ১৫ টাকা করে ভাড়া দিতাম। আজ বাসে ওঠার সময় বলে দেওয়া হয় ২০ টাকা ভাড়া দিতে হবে।'
দ্য ডেইলি স্টারের প্রতিবেদক রাজধানীর বিভিন্ন রুটের বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, স্বল্প দূরত্বের অর্থাৎ, ১০-১৫ টাকার বাস ভাড়াগুলো প্রায় দ্বিগুণ হারে আদায় করা হচ্ছে। এ ছাড়া, আগে সর্বনিম্ন বাস ভাড়া ৫ টাকা করে নেওয়া হলেও এখন থেকে ১০ টাকার নিচে কোনো ভাড়া নেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন যাত্রীরা। একইসঙ্গে সিএনজি চালিত বাসগুলোতেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে প্রতিদিন দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে প্রায় ১২ শ থেকে ১৫ শ বাস ছেড়ে গেলেও রোববার রাতে যাত্রীদের চাপ অনেক কম ছিল।
টার্মিনাল থেকে হানিফ এন্টারপ্রাইজসহ বিভিন্ন পরিবহনের স্টাফদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মঘটের পর রোববার বাস চলাচল শুরু হওয়ায় প্রথম দিনে যাত্রী ও পরিবহনের সংখ্যা অনেক কম ছিল।
হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের রুটে ২৭ শতাংশ ভাড়া বেড়েছে। আমরা সেই হারেই ভাড়া নিচ্ছি।'
তিনি আরও বলেন, 'আগে আমরা নির্ধারিত ভাড়ার চেয়ে কিছু টাকা কম নিতাম। আজ থেকে আর সেটা নেওয়া হচ্ছে না।'
Comments