এলপিজি সিলিন্ডারের দাম ১২৫৯ থেকে বেড়ে ১৩১৩
ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১২৫৯ টাকা থেকে বাড়িয়ে ১৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ৫৪ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ এলপিজির নতুন দাম ঘোষণা করেছে।
সেই সঙ্গে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির দামও বাড়ানো হয়েছে। গাড়িতে ব্যবহার করা এলপিজি অটোগ্যাস নামে পরিচিত। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৮ টাকা ৬৮ পয়সা থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ পয়সা করা হয়েছে।
গত অক্টোবর মাসেও রান্নায় ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছিল বিইআরসি। ২২ শতাংশ দাম বাড়িয়ে তখন প্রতি সিলিন্ডার গ্যাসের দাম ১২৫৯ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে গতকাল ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। গতকাল মধ্যরাতে বর্ধিত দাম কার্যকর হয়েছে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিন এখন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
Comments