সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক ‘গৃহবন্দি’
সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকের বাড়িতে অভিযান চালানোর পর তাকে 'গৃহবন্দি' করেছে একটি অজ্ঞাত সামরিক দল।
আজ সোমবার ভোরে তাকে গৃহবন্দি করা হয় বলে আল হাদাথ টিভির বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা।
এর আগে, আবদাল্লা হামদকের মিডিয়া উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুদানের সামরিক বাহিনী।
দেশটির সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর গত মাসে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয়।
২০১৯ সালে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক রূপান্তরের অংশ হিসেবে দেশটিতে ২০২৩ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিতের কথা রয়েছে।
Comments