সাভারে ট্যানারির বর্জ্যে দূষিত ধলেশ্বরী!

বুড়িগঙ্গা নদী বাঁচাতে এবং রাজধানীর পরিবেশ রক্ষায় সাভারে স্থানান্তর করা হয়েছিল শতাধিক ট্যানারি। গড়ে তোলা হয়েছিল চামড়া শিল্পনগরী। কিন্তু বুড়িগঙ্গার মতো ধলেশ্বরীতেও ফেলা হচ্ছে বর্জ্য। এখন বর্জ্য পোড়ানোয় চামড়ার রাসায়নিকের বিষ ছড়িয়ে পড়ছে বাতাসেও। নষ্ট হচ্ছে পরিবেশ, প্রতিবেশ। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি ত্রুটিপূর্ণ থাকায় সঠিকভাবে বর্জ্য পরিশোধন হচ্ছে না। ট্যানারি স্থানান্তর হয়ে হেমায়েতপুর আসার পর থেকে স্থানীয়রা নানা সমস্যায় পড়েছেন।

নদী দূষণের পাশাপাশি চামড়া পুড়িয়ে বাতাস দূষণ নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছে একটি প্রতিবেদন। আজকের নিউজ+ এ থাকছে তার সারসংক্ষেপ।

Comments