পীরগঞ্জে সহিংসতা: সেই সৈকতের বিরুদ্ধে আরও ১ মামলা

saikat_mandal.jpg
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় হিন্দুপল্লীতে সহিংসতার ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মন্ডলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা দায়ের হয়েছে।

আজ রোববার র‍্যাব-১৩ এর ডিএডি আব্দুল আজিজ বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ২৮। এদিন দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (মিঠাপুকুর ও পীরগঞ্জ সার্কেল) এবিএম কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

মাঝিপাড়ায় সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের মধ্যে বৃস্পতিবার রংপুরের একটি আদালত ৩৭ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৭ অক্টোবর পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামের কমপক্ষে ২৫টি বাড়ি এবং দোকানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। একটি সরকারি সংস্থার মতে, এ ঘটনায় মোট ৬৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago