কিশোরী আফসানা যখন ডিআইজির দায়িত্বে!

এক ঘণ্টার জন্য বরিশাল রেঞ্জের ডিআইজির দায়িত্ব পালন করে আফসানা কবির। ছবি: টিটু দাস

বরিশাল রেঞ্জে এক ঘণ্টার জন্য ডিআইজির দায়িত্ব পালন করেছে বরগুনার কিশোরী আফসানা কবির। কন্যাশিশু দিবস উপলক্ষে বেসরকারি একটি এনজিও এই অনুষ্ঠানের আয়োজন করে।

আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই কিশোরী প্রতীকী আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে কিশোরী ও নারী উন্নয়নে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরে।

আফসানা বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম গোলাম কবীর এবং মায়ের নাম আসমা আক্তার।

আফসানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিআইজির প্রতীকী পদে অবস্থান করে আমি প্রযুক্তি ও বিজ্ঞান চর্চায় মেয়েদের আরও বেশি করে যুক্ত করা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, প্রত্যেক জেলায় সোশ্যাল মিডিয়া তদারকি কমিটি গঠন, নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করি।'

আফসানা বলেন 'এই ধরনের কর্মসূচি মেয়েদেরকে আরও আত্মবিশ্বাসী করে তোলে, নতুন উদ্দীপনার সৃষ্টি করে।'

আফসানা জানান, তার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সিএ পড়া। সে লক্ষে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে গান ও নাচ করতে পারে। ছোট বেলা থেকেই শিশুদের নানা সংগঠনে যুক্ত থেকে তরুণদের জন্য বিভিন্ন ট্রেনিং নিয়েছে সে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বরিশাল বিভাগীয় প্রধান শাহারুখ সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। এই প্রতীকী কর্মসূচীর অংশ হিসেবে বিশ্বব্যাপী মেয়েরা সরকারি, বেসরকারি শীর্ষপদে কিছু সময়ের জন্য প্রতীকী অবস্থানের মধ্যে দিয়ে সমতার দাবী তুলে ধরে।'

Comments

The Daily Star  | English
5 killed as train hits auto-rickshaw in Cumilla

5 killed as train hits auto-rickshaw in Cumilla

The accident took place when the Chattogram-bound Chattala Express train hit a battery-run auto-rickshaw in Kalikapur area

1h ago