ট্যানারি-দূষণে বিপর্যস্ত সাভার

বুড়িগঙ্গা নদী বাঁচাতে এবং রাজধানীর পরিবেশ রক্ষায় সাভারে স্থানান্তর করা হয়েছিল শতাধিক ট্যানারি। গড়ে তোলা হয়েছিল চামড়া শিল্পনগরী। শুরু থেকেই দুর্বল পরিকল্পনা ও বাস্তবায়নের একটি উদাহরণ হয়ে উঠেছে শিল্পনগরীটি। 

বুড়িগঙ্গার মতো ধলেশ্বরী নদীতেও ফেলা হচ্ছে বর্জ্য, নষ্ট হচ্ছে পরিবেশ, প্রতিবেশ। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি ত্রুটিপূর্ণ থাকায় হচ্ছে না সঠিকভাবে বর্জ্য পরিশোধন।

৫ বছর পরও কেন কার্যকর করা যায়নি সিইটিপি? সাভারে শিল্পনগরীর অন্যতম উদ্দেশ্য—পরিবেশ রক্ষায় আসলেই কী কোনো কার্যকরী পরিকল্পনা আছে সরকারের?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে নাজিবা বাশারের সঙ্গে সাভারে ট্যানারির দূষণ নিয়ে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।

Comments