প্রেম ও বিপ্লবের কবি হেলাল হাফিজ

৬৯-এ পুরো দেশ যখন মুক্তির নেশায় মত্ত, তখন পাকিস্তানি শোষণের বিরুদ্ধে বজ্রকণ্ঠে, দেয়ালের লেখনীতে, বিপ্লবীদের অন্তরে স্পন্দন জাগায় 'এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'। আর সে সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের এক যুবক অমরত্ব লাভ করেন বাংলা সাহিত্যের ইতিহাসে। তিনিই কবি হেলাল হাফিজ।

'নিষিদ্ধ সম্পাদকীয়' ছাড়াও ৫৫টি কবিতা মিলে তার প্রথম কাব্যগ্রন্থ 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয় ১৯৮৬ সালে। বিপ্লব ও প্রেম মিশে একাকার হয়ে যাওয়া কবিতার এই সংকলন হয়ে ওঠে তারুণ্যের জটিল বাস্তবতার ইশতেহার। বাংলাদেশের সর্বাধিক বিক্রিত কাব্যগ্রন্থ এটি।

পরিপাটি সাজ ও মাপা হাতের শব্দ নকশার আড়ালে প্রেম ও বিপ্লবের বোহেমিয়ান সত্ত্বা হেলাল হাফিজের ৭৩তম জন্মদিনে তিনি কথা বলেছেন স্টার মাল্টিমিডিয়ার সঙ্গে। হেলাল হাফিজের জীবন, মৃত্যু, প্রেম, বিপ্লব, সৃষ্টির তাড়না, অপ্রাপ্তির হাহাকার এবং কবিতার ভাবনা নিয়ে আজকের স্টার প্রিয় বইয়ের মুখোমুখি।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago