ঢাকা-হ্যানয় সরাসরি ফ্লাইটের বিষয়ে আগ্রহী ভিয়েতনাম

pham_viet_chien_6oct21.jpg
ছবি: সংগৃহীত

আকাশ পথে যোগাযোগ ও ভ্রমণ সুবিধা বাড়াতে ঢাকা-হ্যানয় সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনাম। সচিবালয়ে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চেইন এই আগ্রহের কথা জানিয়েছেন।

আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভিয়েতনামের মুক্তির সংগ্রামে দেশটির জনগণের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম দুটি দেশেই মুক্তির জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছে।

ফাম ভিয়েত চেইন আরও বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। পর্যটন শিল্পের জন্য এ দেশের প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপনা ও মানুষের আতিথেয়তা বাংলাদেশের বড় সম্পদ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হওয়ার সব সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

মাহবুব আলী বলেন, পর্যটন শিল্প ও এভিয়েশন খাতের উন্নয়নে ২ দেশের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে ২ দেশের মধ্যে ব্যবসা–বাণিজ্য আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে। বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং আরও নানা অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে। এগুলো শেষ হলে পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ চলছে। ভিয়েতনামসহ যে কোনো দেশ থেকে আসা পর্যটকরা যেন সরাসরি কক্সবাজারে গিয়ে বিশ্বে দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারেন সে জন্য কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে তোলা হচ্ছে।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago