বাহরাইনে প্রীতি ফুটবলে বাংলাদেশি প্রবাসীরা জয়ী

বাহরাইনে  করোনা মহামারীর দীর্ঘ বন্দীদশা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ ও ফিলিপাইন প্রবাসীরা প্রীতি ফুটবল ম্যাচে আনন্দময় সন্ধ্যা পার করেছেন।

শুক্রবার (২৪শে সেপ্টেম্বর) রাতে দেশটির রাজধানী মানামার সালমাবাদ গালফ এয়ার ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটির আয়োজনে এই ম্যাচে বাংলাদেশ সোসাইটি ফুটবল দল ৫-০ গোলে হারায়  ফিলিপাইন ফুটবল ক্লাবকে।

খেলার শুরুতে দুইদলের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সোসাইটি দলের অধিনায়ক ইসরাফিল ও ফিলিপাইন ফুটবল ক্লাবের অধিনায়ক টেরোন নিজ দেশের পতাকা বিনিময় করেন।

নির্ধারিত ৯০ মিনিটে বাংলাদেশ সোসাইটি দল  ৫-০ গোলে ফিলিপাইন ফুটবল ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ দলের বাবুল আহমদ সর্বোচ্চ গোলদাতা হিসেবে ম্যান অব ম্যাচ নির্বাচিত হন ।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  ড. নজরুল ইসলাম প্রধান অতিথি ও ফিলিপাইনের রাষ্ট্রদূত আলফনসো এ ভির বিশেষ অতিথি হিসেবে খেলা উপভোগ করেন এবং পুরষ্কার বিতরণ করেন।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহম্মেদের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইফতেখার, শাহেনুর বাসার, সম্রাট নজরুল ও ইসমাইল পলাশের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম সচিব (পাসপোর্ট এবং ভিসা) মো. হারুনুর রাশিদ, বাহরাইন বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মুহিজ চৌধুরী, বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইনের সভাপতি আলাউদ্দিন নূর, বাহরাইন ফিলিপাইন ক্লাবের সভাপতি রিক আদভিনকুলা, বাংলাদেশ স্কুলের পরিচালনা সদস্য গিয়াস উদ্দিন, শফি আহমেদ ও ফুয়াদ তাহির শান্তুনু উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

BNP leads among potential young voters, followed by Jamaat and NCP: survey

The survey, titled "Youth in Transition", was conducted jointly by SANEM and ActionAid

42m ago