আফগানিস্তানে আর্থিক সংকট ও তথ্য ঘাটতিতে প্রিন্ট সংস্করণ বন্ধ

অর্থনৈতিক সংকট ও তথ্য ঘাটতির কারণে প্রিন্ট বন্ধ করে অনলাইন সংস্করণে যেতে হচ্ছে আফগানিস্তানের অধিকাংশ সংবাদপত্রগুলোকে। আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে, ইতোমধ্যে দেশটিতে ১৫০টির মতো গণমাধ্যম তাদের সংবাদপত্র ও ম্যাগাজিন ছাপানো বন্ধ করে দিয়েছে।

গত বুধবার আফগানিস্তানের ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়ন জানিয়েছে, বর্তমানে অধিকাংশ গণমাধ্যম অনলাইনে সংবাদ প্রচার করলেও বেশ কিছু গণমাধ্যম ইতোমধ্যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সাবেক সরকারের পতনের পর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানানো হয়েছে।

ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়নের প্রধান নির্বাহী আহমেদ সোয়াইব ফানা টোলো নিউজকে বলেন, 'দেশের প্রিন্ট মিডিয়াগুলো বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, তাহলে আমরা সামাজিক সংকটে পড়ে যাব।

'৮ শোভ' সংবাদপত্রের সাংবাদিক আলি হাকমল জানিয়েছেন, তাদের সংবাদপত্রটি এখন অনলাইনে প্রকাশিত হচ্ছে। 

তিনি বলেন, 'জনগণ যেভাবে চায়, আমরা এখন সেভাবে কাজ করতে চেষ্টা করছি। আমরা এখন অনলাইনে সংবাদ প্রকাশের ব্যাপারে মনোযোগ দিয়েছি এবং এখনো মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।'

'৮ শোভ'-এর ডেপুটি চিফ আশাক আলী এহসাস বলেন, 'কাবুলসহ বেশ কয়েকটি প্রদেশে প্রতিদিন তাদের ১৫ হাজার সংবাদপত্র বিক্রি হতো। সরকারের পতনের পর সংবাদপত্র ছাপা ও বিতরণে সমস্যা হওয়ায় সেটি ব্যাহত হয়েছে।'

আরেকটি বিখ্যাত সংবাদপত্র 'আরমান মিলি' তাদের কাজ বন্ধ রেখেছে। সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা সৈয়দ শোয়েব পারসা টোলো নিউজকে বলেন, 'আমাদের এখানে ২২ জন কর্মী ছিলেন। তাদের সবাই চাকরি হারিয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছি, যাতে আবারও সংবাদপত্রটি প্রকাশ করা যায়।'  

সম্প্রতিকালে, পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, তালেবান সরকারের অধিনে সংবাদপত্রগুলো অর্থনৈতিক সংকট ও তথ্য ঘাটতির মধ্যে রয়েছে। 
 

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposes that the next parliament act as the constitutional authority and amend the 1972 Constitution until a new one is enacted

18m ago