যশোরে একসঙ্গে ৪ সন্তান জন্ম দেওয়া মা-শিশুরা সুস্থ আছেন

যশোরে একসঙ্গে জন্ম নেওয়া ৪ শিশু। ছবি: সংগৃহীত

যশোরে বাঘারপাড়ায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দেওয়া মা ও শিশু সবাই সুস্থ আছেন।

শহরের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার রাতে সিজারিয়ান অপারেশনে ২টি ছেলে ও ২টি মেয়ে সন্তানের জন্ম দেন লাকসিমা খাতুন।

লাকসিমা যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া গ্রামের আবুল বাশারের স্ত্রী।

আবুল বাশার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের বিয়ে হয়েছে ৯ বছর আগে। বিয়ের পর থেকে সন্তান নেওয়ার চেষ্টা করেছি। বহু কষ্টের পর আমাদের দিকে আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। একসঙ্গে ৪টি সন্তান দান করেছেন।'

তিনি আরও বলেন, 'মা ও শিশুরা সুস্থ আছেন। সবসময় তারা যেনো সুস্থ থাকে এবং তাদের যেনো ভালোভাবে মানুষ করতে পারি সে জন্য সবার কাছে দোয়া প্রার্থী।'

হাসপাতালের আইটি অ্যাডমিন হাসান ইমাম বলেন, 'আমাদের হাসপাতালে এ ধরনের ঘটনা প্রথম। হাসপাতালের পক্ষ থেকে খুশি হয়ে তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।'

ডা. নার্গিস আক্তার বলেন, 'তাদের একসঙ্গে ৪টি সন্তান হয়েছে এটি বিস্ময়কর। আমি নিজেই সিজারিয়ান অপারেশন করেছি। মা ও সন্তান সবাই সুস্থ আছেন।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago