যুক্তরাষ্ট্রে করোনা পজিটিভ দিয়া
যুক্তরাষ্ট্রে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসে অংশ নিতে গিয়ে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন দিয়া সিদ্দিকী। ফলে খেলায় অংশ নেওয়া সম্ভব হয়নি বাংলাদেশের এই নারী আর্চারের পক্ষে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। তিনি বাদে বাকিরা চ্যাম্পিয়নশিপসের বাছাইপর্বে অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে দিয়াসহ ছয় আর্চারের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু সেখানে পৌঁছে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসে নামার আগেই তার আরেকটি পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'আমেরিকার ইয়াঙ্কটনস্থ দক্ষিণ ডাকোটায় অনুষ্ঠিত "বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপস ২০২১" এ অংশগ্রহণকারী বাংলাদেশ আর্চারি দলের সকলের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তাদের মধ্যে দিয়া সিদ্দিকী কোভিড-১৯ পজিটিভ বিধায় খেলায় অংশগ্রহণ করতে পারছেন না। তিনি বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। অন্য সকল সদস্য সুস্থ আছেন। দলের অন্য আর্চারবৃন্দ চ্যাম্পিয়নশিপসের বাছাইপর্বে অংশগ্রহণ করেছেন।'
বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসে দিয়া ছাড়াও বাংলাদেশের হয়ে খেলছেন রোমান সানা, হাকিম আহমেদ, রামকৃষ্ণ সাহা, অসীম কুমার দাস ও বিউটি রায়। শুধু অসীমই অংশ নিচ্ছেন কম্পাউন্ড ইভেন্টে। বাকিরা খেলছেন রিকার্ভে ইভেন্টে।
Comments