‘লুটপাটের ব্যবস্থা দীর্ঘায়িত করতে কুইক রেন্টালের মেয়াদ বাড়িয়ে বিল পাস’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

লুটপাটের ব্যবস্থা দীর্ঘায়িত করতেই সরকার 'কুইক রেন্টাল' বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরও পাঁচ বছর রাখার জন্য সংসদে বিল পাস করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য ডেইলি স্টারকে এসব কথা জানান।

এছাড়া আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, 'স্থায়ী কমিটি মনে করে, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপন করা হয়েছিল শুধু আওয়ামী শাসকগোষ্ঠীর লুণ্ঠনের স্বার্থে। এসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সব কর্মকাণ্ডকে ইনডেমনিটি আইন পাস করে যথেচ্ছা দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হয়েছিল এবং বিদ্যুৎ উৎপাদন না করলেও ভাড়া প্রদানের ফলে জনগণের ট্যাক্সের টাকার বিশাল অংশ জনগণের পকেট কেটে আওয়ামী দুর্নীতিবাজদের পকেটে গেছে। প্রত্যেক বছর কয়েক দফা করে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের চরম আর্থিক লোকসান করা হয়েছে।'

'নতুন করে পাঁচ বছর এই বিশেষ আইনের মেয়াদ বাড়িয়ে লুটপাটের ব্যবস্থা দীর্ঘায়িত করা হলো। স্থায়ী কমিটির সভায় সংসদে এই বিল পাসের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং অবিলম্বে এই বিল বাতিলের আহবান জানানো হয়', যোগ করেন ফখরুল।

গত বুধবার সংসদে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবারহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০২১ পাস হয়। ভাড়াভিত্তিক বিদ্যুত কেন্দ্রকে বৈধতা দিতে ২০১০ সালে এই আইনটি প্রণয়ন করা হয়। দুই বছরের জন্য আইনটি করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার সমাধি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, 'জনগণকে বিভ্রান্ত করার লক্ষে অবৈধ, মিথ্যা তথ্য সংসদে উপস্থাপন করে তিনি (শেখ হাসিনা) মূলত জনগণের গণতান্ত্রিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের দৃষ্টি আড়ালে রাখার একটি ষড়যন্ত্র করছে। স্থায়ী কমিটির সভা মনে করে ইতিহাস বিকৃত করে জনগণকে প্রতারণা করা হচ্ছে। শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে এই ধরনের বিকৃত অপপ্রচার স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত ছাড়া আর কিছু নয়।'

ব্যক্তিগত তথ্য আইনের খসড়া সরকারি ওয়েবসাইটে প্রকাশে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'এই ধরনের আইন ব্যক্তিগত তথ্য সুরক্ষার কথা বলে নাগরিকদের স্বাধীন মত প্রকাশের অধিকার হরণ করবার একটি চক্রান্ত। এটা গণতন্ত্রের জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে।'

সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা ইতোমধ্যে কনডেম করে বিবৃতি দিয়েছি। আমরা মনে করি, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ফ্রিডম অব প্রেসকে দমন করবার জন্যে এটা আরেকটা কৌশল তারা (সরকার) নিয়েছে।'

গতকাল শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে চেয়ারপার্সনের কার্যায়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

46m ago