শেষ ম্যাচেও টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে চার বদল

ছবি: বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও টসে হেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারও আগে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। সিরিজ জিতে ফেলায় আনুষ্ঠানিকতার ম্যাচে একাদশে চার বদল এনেছে স্বাগতিকরা।

শুক্রবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সাকিব আল হাসান না থাকায় একাদশে এসেছেন সৌম্য সরকার। শেখ মেহেদী হাসানের জায়গায় এসেছেন শামীম পাটোয়ারি। দুই পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকেও দেওয়া হয়েছে বিশ্রাম। তাদের পরিবর্তে একাদশে এসেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

শেষ ম্যাচের একাদশে তিন বদল এনেছে নিউজিল্যান্ডও। চতুর্থ ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পাওয়ায় নেই টম ব্ল্যান্ডেল। তার জায়গায় এসেছেন পেসার স্কট কুগলেইন। গত ম্যাচে খেলা পেসার ব্লেয়ার টিকনারের জায়গায় এসেছেন বেন সিয়ার্স। হামিশ বেনেটের জায়গায় খেলছেন জ্যাকব ডাফি।

পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে ব্যবধান বাড়ানোর সুযোগ বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাককনকি, এজাজ প্যাটেল, স্কট কুগলেইন, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি।
 

Comments

The Daily Star  | English

Shammo murder: DU students, teachers besiege Shahbagh Police Station demanding justice

The protesters left the area following a meeting with additional deputy commissioner of Ramna Zone

16m ago