৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট পরিচালনা শুরু করবে।
অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের সঙ্গে কবে ফ্লাইট শুরু করবে, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি।
নভোএয়ার জানিয়েছে, এয়ার বাবল চুক্তির আওতায় তারা ভারতে ফ্লাইট চালানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপিতে জানিয়েছে, ভারতীয় সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগিটিভ রিপোর্ট থাকতে হবে এবং চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে।
ভ্রমণ ভিসা ব্যতীত সব ভিসায় বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি রোব, বুধ ও শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করবে। একই দিন দুপুর দেড়টায় চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল সাড়ে ৪টায় ঢাকায় অবতরণ করবে।
Comments