টি-টোয়েন্টিতে মাশরাফিকে ছাড়িয়ে গেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফলতম অধিনায়ক হওয়ার কীর্তি গড়লেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষ উঠলেন তিনি।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কিউইদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এই সংস্করণে কিউইদের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। আগের দশটি ম্যাচেই হারের তিক্ত স্বাদ নিতে হয়েছিল বাংলাদেশকে।
টি-টোয়েন্টি দলনেতা হিসেবে ২৩ ম্যাচে এটি মাহমুদউল্লাহর একাদশ জয়। তিনি হেরেছেন বাকি ১২টি ম্যাচে। এ ম্যাচের আগে দশটি করে জয় নিয়ে মাশরাফির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
মন্থর ও টার্নিং উইকেটে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৬০ রানে অলআউট হয় অনভিজ্ঞ দল নিয়ে সফরে আসা নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে এটি তাদের যৌথ সর্বনিম্ন সংগ্রহ। সহজ লক্ষ্য তাড়ায় ৩০ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ৬২ রান তুলে জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ।
সাবেক অধিনায়ক মাশরাফি ২৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশকে। এর মধ্যে দশটিতে জিতেছিল টাইগাররা। তারা হেরেছিল ১৭টিতে। বাকি ম্যাচটিতে ফল হয়নি।
মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিয়েছিলেন ২০১৮ সালে। তার নেতৃত্বে গত মাসে প্রথমবারের মতো কোনো সংস্করণে অস্ট্রেলিয়াকে সিরিজ হারায় বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা জেতে ৪-১ ব্যবধানে।
এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। টম ল্যাথামের দল পাত্তাই পায়নি তাদের কাছে। আগামী শুক্রবার একই ভেন্যুতে বিকাল চারটায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
Comments