টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সৌম্যের জায়গায় লিটন

Toss
ছবি: ফিরোজ আহমেদ

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।

বুধবার বিকাল চারটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড।

বাঁহাতি সৌম্য বাদ পড়লেও টিকে গেছেন আরেক ওপেনার নাঈম শেখ। অনুমিতভাবেই ফিরেছেন লিটন দাস। সব ধরনের সংস্করণ মিলিয়ে তিন সিরিজ পর ফিরেছেন মুশফিকুর রহিমও। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলা মোসাদ্দেক হোসেন সৈকত।

অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে আসা নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেক হচ্ছে কোল ম্যাককনকি ও রাচিন রবীন্দ্রর। কেবল টি-টোয়েন্টিতে নয়, আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথমবারের মতো খেলতে নামছেন তারা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাককনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

8h ago