যেভাবে বাংলাদেশের স্পিন সামলাতে চায় নিউজিল্যান্ড

new zealand team
ছবি: ফিরোজ আহমেদ

অস্ট্রেলিয়া সিরিজ দেখেই নিউজিল্যান্ড আঁচ করেছিল বাংলাদেশে এসে পড়তে হবে কোন পরিস্থিতিতে। অনভিজ্ঞতায় ভরা স্কোয়াড পাঠালেও প্রস্তুতির তাই কোন ঘাটতি রাখেনি তারা। বাংলাদেশ সফরে আসা কিউই অধিনায়ক টম ল্যাথাম জানালেন, বাংলাদেশের স্পিনারদের সামলাতে কোন পথে এগুচ্ছেন তারা।

অগাস্টের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে অতি মন্থর আর টার্নিং উইকেটে খেলেছিল বাংলাদেশ। ব্যাটসম্যানদের জন্য দুরূহ কন্ডিশনে সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। উইকেট কেমন হবে তা তাই ধরেই নিয়েছে কিউইরাও।

মন্থর উইকেটের হিসাবটা করেই প্রস্তুতি সেরেছেন, ল্যাথামের মতে এমনকি প্রত্যাশার চেয়ে কঠিন উইকেটে হলেও অবাক হবে না তারা, 'মাসখানেক আগে অস্ট্রেলিয়া যে ধরণের উইকেট পেয়েছে আমরাও ওইটার প্রস্তুতি নিচ্ছি। নিউজিল্যান্ডে আমাদের খুব ভাল ক্যাম্প হয়েছে। আমরা যেটা প্রত্যাশা করছি তারচেয়ে বেশি চ্যালেঞ্জিং উইকেটে হয়ত খেলতে হবে। গত পাঁচ দিনে আমরা এখানকার কন্ডিশন ধাতস্থ করার চেষ্টা করছি। এখানে পাঁচটা ম্যাচ আছে । কাজেই এক উইকেটে দুই/তিন ম্যাচ হতে পারে। প্রতি ম্যাচের প্রতিটা সারফেস আমাদের মানিয়ে নিতে হবে। দেখা যাক কি পাওয়া যায়।'

উইকেট তেমন হলে নিশ্চিতভাবেই স্লো বোলাররা হয়ে উঠবেন বড় প্রভাবক। স্পিনাররা যে উইকেটে সহায়তা পান সে উইকেট আদর্শ মোস্তাফিজুর রহমানেরও।

তার সঙ্গে সাকিব আল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসানদের মোকাবেলা করতে হবে ল্যাথামদের। সেই পরীক্ষার জন্য নিজেদের পুরোপুরি তৈরি মনে করছেন ল্যাথাম,  'আমাদের মানিয়ে নিতে হবে, নিজেদের পরিকল্পনার উপর স্থির থাকতে হবে। দেখতে হবে দলের জন্য কি করা যায়। পরিস্থিতি অনুযায়ী আমি এবং বাকিদের সামনে এগুতে হবে।'

'আমরা জানি এটা চ্যালেঞ্জের হবে। এই কন্ডিশনে ওরা কত ভালো আমরা জানি। তাদের প্রচুর অভিজ্ঞতা আছে। আমাদের যতটা সম্ভব সেরা ক্রিকেট খেলতে হবে। ছেলেরা এরজন্য প্রস্তুত।'

কিউই এই দলে স্পিন সামলাতে বেশ দক্ষ ল্যাথাম নিজে। আরেক বাঁহাতি হেনরি নিকোলসও স্পিনের বিপক্ষে খারাপ না। এই দুজন যে ঘরনার ক্রিকেট খেলেন টি-টোয়েন্টির আদর্শ উইকেটে সেটা মানিয়ে না গেলেও মন্থর উইকেটে সেটা হতে পারে কার্যকর। থিতু হতে সময় নিয়ে এক, দুই করে এগুনোর চিন্তা থাকে তাদের।

স্পিন সামলাতে দুজনকেই প্রচুর সুইপ শট খেলতে দেখা যায়। সাকিবদের বিরুদ্ধেও সেটা করার আভাস দিয়ে রাখলেন তিনি,

 'ভিন্ন ভিন্ন কন্ডিশনে প্রত্যেকেরই আলাদা পরিকল্পনা থাকে। আমাদের এখানে অনেকে আছে যারা উপ-মহাদেশের অন্য অংশ খেলেছে।'

Comments