তামিমকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ডমিঙ্গো

Russell Domingo & Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

লম্বা সময় ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন না তামিম ইকবাল। এই সংস্করণে তার পারফরম্যান্সও অনেকদিন ধরেই প্রশ্নবিদ্ধ। কিন্তু আভাস মিলছে টানা ১৭ মাস বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি না খেলেই একদম সরাসরি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। তামিমের এই বিরতি আর পারফরম্যান্স নিয়ে করা প্রশ্ন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো এড়িয়েই গেলেন।

গত ৩২ মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ২২টি, এর মাত্র তিন ম্যাচে মাঠে ছিলেন তামিম। গত ১৭ মাস ধরে তিনি এক ম্যাচেও খেলেননি।

নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি থেকে ব্যক্তিগত ছুটি নিয়েছিলেন। জিম্বাবুয়েতে পরের টি-টোয়েন্টি সিরিজ থেকেই আছেন চোটের কারণে বিশ্রামে। অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠেও নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপের  আগে চারটি সিরিজ না খেলার পরও ফিট থাকলে বিশ্বকাপ দলে তার জায়গা নিয়ে কোন সংশয় নেই নির্বাচকদের।

কিন্তু বিশ্বকাপে তামিমের পরিসংখ্যান খুবই বেহাল।  সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা এই ব্যাটসম্যান এই বিশ্ব আসরে  ২৩ ম্যাচ খেলে করেছেন রান ৫১৪, গড় ২৪.৪৭। স্ট্রাইকরেট ১১৩.৪৬। মূল পর্বের হিসাব ধরলে সেটা আরও হতশ্রী।  মূল পর্বে খেলেছেন ১৭ ম্যাচ। করেছেন কেবল ২৩০ রান! গড় ১৩.৫৩ আর স্ট্রাইকরেট মাত্র ৯০.১৯!

সর্বশেষ ২০১৬ বিশ্বকাপের পরও বদলায়নি তার ব্যাটিংয়ের ধরণ। স্ট্রাইকরেট ঘুরেছে ১২০ এর কাছাকাছি।

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব পরিসংখ্যান তুলে ধরে তামিমের বিশ্বকাপ দলে থাকা নিয়ে প্রশ্ন তোলা হয়। উত্তরে প্রসঙ্গটি একদম এড়িয়ে যান ডমিঙ্গো,  'স্কোয়াডে থাকা (নিউজিল্যান্ড সিরিজে) কেবল ১৯ জন নিয়েই আমার ফোকাস। তামিম যদি ফিট হয়ে যায় তাহলে চিন্তার কিছু থাকবে না। আমার মনে হয় না এই বিষয়ে ভাবনার কিছু আছে।' 

Comments

The Daily Star  | English
Binimoy platform suspended by Bangladesh Bank

BB suspends Binimoy over irregularities

During the previous AL govt, it was developed by the IDEA under the ICT Division at a cost of Tk 65 crore.

11h ago