ওপেনিং নিয়ে বরং মধুর সমস্যা দেখছেন ডমিঙ্গো

Litton Das, Soumya Sarkar & Naim Sheikh
নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে আছেন তিন ওপেনার লিটন দাস, সৌম্য সরকার ও নাঈম শেখ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনিং জুটি কতটা প্রত্যাশা মেটাতে পারছে, এই প্রশ্ন অনেকদিনের। গত দুটি টি-টোয়েন্টি সিরিজে দেখা গেছে বিপরীত ধর্মী দৃশ্য। জিম্বাবুয়ে সফরে ওপেনাররা রান পেলেও অস্ট্রেলিয়া সিরিজে দেখা গেছে রান খরা। তবে ওপেনিং নিয়ে সমস্যা তো নয়ই, বরং মধুর এক লড়াই দেখছেন বাংলাদেশের কোচ।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম চার ম্যাচে সৌম্য সরকার ও নাঈম শেখকে ওপেন করতে দেখা যায়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই তারা পান শতরানের জুটি। যা বাংলাদেশের প্রথম। ওই সিরিজে সৌম্য করেন ২ ফিফটি, নাঈম পান ১ ফিফটি।

অস্ট্রেলিয়ার  বিপক্ষে দুজনেই ছিলেন ব্যর্থ। এক ম্যাচেও থিতু হতে পারেননি সৌম্য। থিতু হলেও নাঈম মেটাতে পারেননি প্রত্যাশা। যদিও ওই সিরিজের উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য দুরূহ।

ওই দুই সিরিজে এই দুজন ছাড়া স্কোয়াডে অন্য কোন ওপেনারও ছিলেন না। অনেকদিন থেকেই টি-টোয়েন্টি খেলার বাইরে তামিম ইকবাল। আর লিটন দাস বাইরে ছিলেন পারিবারিক কারণে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ওপেনিং নিয়ে প্রশ্নে ডমিঙ্গো ফিরে গেলেন এক সিরিজ আগে। এই সিরিজে লিটন ফেরায় ওপেনারদের মধ্যে মধুর লড়াই দেখছেন তিনি,  'সম্প্রতি আমরা ওপেনিংয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড জুটি পেয়েছি। কাজেই এই জায়গায় আমি কোন সমস্যা দেখি না। লিটন স্কোয়াডে ফিরেছে, কাল আমরা নির্বাচকদের সঙ্গে বসব খুঁজব একাদশটা কি হতে পারে। আমাদের হাতে তিনজন আছে ওপেন করার মতো- সৌম্য, লিটন ও নাঈম। নির্বাচকদের সঙ্গে বসে পরের ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেব।'

'জায়গা নিয়ে লড়াই খুব ভাল একটা ব্যাপার। কেবল এগারোজন জেতাবে ভাবলে হবে না, স্কোয়াডটাও মাথায় নিতে হবে। বিশেষ করে মহামারির সময়ে যখন ভ্রমণ জটিলতা আর বলয়ের সমস্যা আছে। এটা গুরুত্বপূর্ণ যে আপনার স্কোয়াডে যথেষ্ট খেলোয়াড় আছে যারা পারফর্ম করে।'

Comments