অন্তত ১৫০-১৬০ রানের উইকেট চান বাংলাদেশের কোচ

Mirpur Wicket

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সিরিজে মিরপুরের উইকেট ছিল বড় আলোচনায়। টি-টোয়েন্টির ধরণের বিপরীত মিলেছিল অতি মন্থর ও টার্নিং উইকেট। যেখানে ১২০-১৩০ রান করাই ছিল বিরাট ব্যাপার। ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ফেরাতে নিউজিল্যান্ড সিরিজে অন্তত এর থেকে ভালো উইকেটের প্রত্যাশা বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর।

অস্ট্রেলিয়া সিরিজে পাঁচ ম্যাচের মধ্যে সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ১৩১। ১০৪ রানের পুঁজি নিয়েও বাংলাদেশকে লড়াই করতে দেখা গেছে। সহায়ক উইকেট পাওয়ায় অজিদের অনায়াসে ৪-১ ব্যবধানে হারায় মাহমুদউল্লাহর দল।

এবার বাংলাদেশের সামনে আরও দুর্বল প্রতিপক্ষ। বিশ্বকাপ স্কোয়াডের কোন তারকাকে না নিয়েই বাংলাদেশে এসেছে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড। স্পোর্টিং উইকেটেও যাদের বিপক্ষে ভারি থাকবে বাংলাদেশের পাল্লা। আবহাওয়ার প্রতিকূলতা থাকলেও ডমিঙ্গো তাই  আশায় আছেন আরেকটু ভালো বাইশ গজের,  'দুর্ভাগ্যজনকভাবে আমি গ্রাউন্ডসম্যান নই। আমি কেবল ভালো উইকেট আশা করতে পারি। বছরের এই সময়টায় প্রচুর আর্দ্রতা থাকে এবং বৃষ্টি হয়, রোদের দেখা অনেক সময় পাওয়া যায় না। বছরের অন্য সময়ের মতো উইকেট পাওয়া এই সময়ে কঠিন। আমি আশা করছি ভালো উইকেট থাকবে।'

'আমরা জানি ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস পাওয়াটা কত গুরুত্বপূর্ণ। আমরা এও বুঝি জেতার অভ্যাস কতটা আত্মবিশ্বাস দেয়। আমি ভালো উইকেট ধারণা করছি। মিরপুরের স্বাভাবিক উইকেট যেখানে ১৫০-১৬০ রান করা যাবে।'

Comments