নাগপুরে আটকে পড়া ১২৪ যাত্রী ঢাকায়

বিমানের ফ্লাইটে যাত্রীরা। ছবি: এজাজ মাহমুদ

ভারতের নাগপুর বিমানবন্দরে আটকে পড়া ১২৪ জন যাত্রীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে।

আজ শুক্রবার দিনগত রাত ১২টা ৫১ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমানের একটি শিডিউল ফ্লাইটে আট সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরের উদ্দেশে রওনা দেন। যাত্রীদের নিয়ে ফ্লাইটটি রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

আজ সকালে ওমান থেকে আসা বিমানের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করলে, সেখানে ১২৪ জন যাত্রী আটকা পড়ে।

সকাল ১১টার দিকে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আকাশ পথে বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়ায় বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করে।

Comments

The Daily Star  | English

NCC, Jamaat hold second round of talks on reform proposals

Jamaat says it has revised positions on key issues after internal review

26m ago