নাগপুরে আটকে পড়া ১২৪ যাত্রী নিয়ে ঢাকার পথে বিমান

ঢাকার পথে থাকা ফ্লাইটে যাত্রীরা। ছবি: এজাজ মাহমুদ

ভারতের নাগপুর বিমানবন্দরে আটকে পড়া ১২৪ জন যাত্রীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

আজ শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে ফ্লাইটটি নাগপুর বিমানবন্দর থেকে রওনা দেয়। ফ্লাইটটি ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

ফ্লাইটে থাকা এক যাত্রী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমানের একটি শিডিউল ফ্লাইটে আট সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরের উদ্দেশে রওনা দেন।

আজ শুক্রবার সকালে ওমান থেকে আসা বিমানের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করলে, সেখানে ১২৪ জন যাত্রী আটকা পড়ে।

সকাল ১১টার দিকে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আকাশ পথে বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়ায় বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করে।

Comments

The Daily Star  | English

Extend tenure of Tk 200 crore stockmarket fund, BSEC urges BB

The commission also wants the fund dedicated for each bank to be increased to Tk 300 crore

43m ago