মধ্য আকাশে বিমানের পাইলটের হার্ট অ্যাটাক, ভারতে জরুরি অবতরণ

biman bangladesh
ছবি: সংগৃহীত

আকাশ পথে পাইলটের হার্ট অ্যাটাক হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আবু সালেহ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। আজ সকাল সাড়ে ১১টার দিকে বোয়িং ৭৩৭ বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আকাশ পথে বিমানের পাইলট ক্যাপটেন নওশাদ অসুস্থ হয়ে পড়ায় বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করে। যতদূর জানা গেছে, নওশাদের হার্ট অ্যাটাক হয়েছে।

মোস্তফা কামাল আরও বলেন, যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যেককে খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে। ক্যাপ্টেন নওশাদকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পাইলট, ক্রু মেম্বার এবং যাত্রীদের ফিরিয়ে আনতে বিমানের একটি ফ্লাইট নাগপুরে যাবে।

Comments

The Daily Star  | English

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

28m ago