ইউএস ওপেনে থাকছেন না ফেদেরার

ইনজুরি থেকে মুক্ত থাকতে ফরাসি ওপেনের মাঝ পথেই সরে দাঁড়িয়েছিলেন রজার ফেদেরার। কিন্তু তাতে মুক্তি মিলেনি। এখনও চোট ভোগাচ্ছে তাকে। করাতে হবে ফের আরেকবার অস্ত্রোপচার। যে কারণে সহসা কোর্টে ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন এ তারকা। আপাতত 'অনেক মাস' কোর্টের বাইরেই থাকতে হচ্ছে এ সুইস তারকাকে।

২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের পর প্রায় এক বছর কোর্টে নামেননি ফেদেরার। সে সময় হাঁটুতে দুই বার অস্ত্রোপচার করিয়েছেন তিনি। ফিরেছিলেন এ বছরের ফরাসি ওপেন দিয়ে। কিন্তু চতুর্থ রাউন্ডে ওঠার পর হাঁটুতে ফের ব্যথা অনুভব করেন তিনি। তাই সতর্কতা অবলম্বন করে আর কোর্টে নামেননি তিনি।

পরে অবশ্য উইম্বলডনে ইনজুরি মুক্ত হয়ে খেলেছিলেন। কিন্তু বেশি দূর আগাতে পারেননি। হেরে যান কোয়ার্টার ফাইনালে। চোটের কারণে  টোকিও অলিম্পিক থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। প্রত্যাশা ছিল ইউএস ওপেন দিয়ে ফিরবেন। কিন্তু সে প্রত্যাশা পূরণ হচ্ছে না তার। 

রোববার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ফেদেরার বলেন, 'চিকিৎসকদের অনেক পর্যবেক্ষণের পর জানা গেছে আমাকে ফের অস্ত্রোপচার করাতে হবে। এবং আমি এটা করার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে অনেক সপ্তাহ ক্র্যাচের উপর নির্ভরশীল থাকতে হবে। একই সঙ্গে অনেক মাস ম্যাচ থেকেও বাইরে থাকতে হবে।'

চলতি বছরে মাত্র ১৩টি ম্যাচ খেলেছেন ফেদেরার। সংখ্যাটা আর বাড়ার সম্ভাবনা নেই বলেই মনে করেন এ সুইস তারকা, 'আমি সুস্থ থাকতে চাই। কোনও একটা সময় ফেরার আশা করছি। আমি বাস্তববাদী। যদিও জানি এই বয়সে হাঁটুর অস্ত্রোপচার কতটা কঠিন। তবু ফেরার চেষ্টা করব। আপাতত দ্রুত সুস্থ হয়ে উঠতে চাই।'

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। পায়ের ইনজুরির জন্য এ আসর থেকেই আগেই বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। আরেক তারকা নোভাক জোকোভিচও অলিম্পিকের পর বাড়তি বিশ্রামের জন্য এ আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ফেদেরারের বিদায় প্রায় তারকাশূন্য হয়ে পড়ল এ আসর। 

Comments

The Daily Star  | English

‘Salma was killed by tenant, not her son’

Salma was killed by her “drug peddler” tenant, not by her 19-year-old son, said police yesterday contradicting Rab’s claim.

3h ago