বিমানকে আফগানিস্তানে ফ্লাইট পরিচালনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ফাইল ফটো

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্যদের জন্য কাজ করা আফগান নাগরিকসহ কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিকল্পনা বিভাগে কর্মরত এক শীর্ষ কর্মকর্তা আজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে, তৃতীয় পক্ষের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান থেকে প্রায় ৪৫ হাজার মানুষকে সরিয়ে নিতে। গত ১৫ দিনে আমরা তৃতীয় পক্ষগুলোর সঙ্গে এ বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি।'

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. আবু সালেহ মোস্তফা কামাল ডেইলি স্টারকে জানান, তারা আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এর ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে।

বিমানের এমডি বলেন, 'সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানতে হবে কাবুল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সুবিধা আছে কি না এবং যাত্রীদের ইমিগ্রেশন কে করবে।'

তিনি আরও বলেন, তারপরও আমরা সংশ্লিষ্ট লিজিং কোম্পানিগুলোকে এই সময়ে কাবুলে ফ্লাইট পরিচালনার বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছি।

'আমরা লিজিং কোম্পানির কাছ থেকে জানতে চেয়েছি, বিমানের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা বীমার টাকা পাব কি না,' যোগ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক শীর্ষ কর্মকর্তা জানান, বিমান ছাড়াও যুক্তরাষ্ট্র এয়ার এশিয়া এবং গুরুদা ইন্দোনেশিয়াকে কাবুল থেকে ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে।

তিনি বলেন, 'প্রস্তাব দেওয়া তৃতীয় পক্ষ এবং আমার মধ্যে সর্বশেষ আলোচনা হয়েছিল ১৪ আগস্ট। কিন্তু কিছুই এখনও চূড়ান্ত হয়নি।'

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৮০ জন আফগান শিক্ষার্থীও ঢাকায় আসার চেষ্টা করছেন।

Comments

The Daily Star  | English

A father lost forever

Two-year-old Masura Islam Taskia, daughter of slain lawyer Saiful Islam Alif, remains oblivious to the tragedy that has shaken her family.

4h ago