টোকিওতে যাত্রীবাহী ট্রেনে ছুরি হামলাকারী গ্রেপ্তার
টোকিওতে যাত্রীবাহী ট্রেনে ছুরি হামলায় ১০ জনকে আহতের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনিবার গ্রেপ্তার করেছে জাপান পুলিশ।
জাপানের সরকারি প্রচার মাধ্যম এইএইচকের বরাত দিয়ে এ ত্য জানিয়েছে ডেইলি সাবাহ।
এনএইচকে জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই ব্যক্তি জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন- তিনি এলোমেলোভাবে তার লক্ষ্যবস্তু বেছে নেন।
এনএইচসহ জাপানের অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় আহত ২০ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর। হামলাকারী ইউসুকে সুশিমাকে শনাক্ত করেছে পুলিশ।
টোকিও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহত ১০ জন যাত্রীর মধ্যে নয়জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত সবাই সচেতন ছিলেন।
জাপানের রাজধানী টোকিওতে বর্তমানে অলিম্পিক চলছে। যা শেষ হবে আগামী রোববার। ছুরিকাঘাতের স্থানটি প্রধান জাতীয় স্টেডিয়াম থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরে ছিল।
এনএইচকে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় তার ছুরিটি রেখে যায়। দোকানের ম্যানেজার তার জামায় রক্তের দাগ দেখে পুলিশকে ফোন করেন।
Comments