ভারতে ব্যবহারের অনুমোদন পেয়েছে জনসনের এক ডোজের টিকা

Johnson
ছবি: রয়টার্স ফাইল ফটো

মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকা ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। আজ শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাবিয়া এক টুইটে এ কথা জানান।

এনডিটিভি জানায়, জনসন অ্যান্ড জনসনের টিকা ভারতে পঞ্চম টিকা হিসেবে ছাড়পত্র পেল। এর আগে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক ভি ও মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

দেশীয় ভ্যাকসিন নির্মাতা বায়োলজিকাল ই লিমিটেডের সঙ্গে সরবরাহ চুক্তির মাধ্যমে ভ্যাকসিনটি ভারতে আনা হবে।

জনসন অ্যান্ড জনসনের ভারতীয় মুখপাত্র বলেন, 'আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারত সরকার জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। ১৮ বছরের বেশি বয়সী যে কেউ এই টিকা নিতে পারবেন।'

ইমার্জেন্সি ইউজ অথোরিজেশনের (ইইউএ) জন্য আবেদন করার এক দিন পরেই ভারতে টিকাটির অনুমোদন দেওয়া হয়েছে।

গবেষণায় দেখা গেছে, জনসন অ্যান্ড জনসনের টিকা মাঝারি থেকে গুরুতর অসুস্থতা প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। এই টিকা দেওয়ার চার সপ্তাহ পরে হাসপাতালে ভর্তি ও মৃত্যু সম্পূর্ণরূপে প্রতিরোধ করে বলে গবেষণায় জানা গেছে।

করোনা মহামারি মোকাবিলায় গণটিকা কার্যক্রমের অধীনে ইতোমধ্যেই ভারত ৫০ কোটি টিকা ডোজ দেওয়ার মাইলফলক অর্জন করেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৯ লাখ ৫৫ হাজারের বেশি টিকা ডোজ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
Tarique Rahman on preventing dictatorship

Election only way to promptly implement state reforms: Tarique

Urging the government not to take too much time in holding polls in the name of reforms, BNP Acting Chairman Tarique Rahman has said election is the only way to promptly implement the state-overhauling proposals by elected representatives

2h ago