টোকিও অলিম্পিকস, পঞ্চদশ দিন: পদক জিতলেন যারা

টোকিও অলিম্পিকসের পঞ্চদশ দিনে শনিবার নিষ্পত্তি হয়েছে ১৯টি খেলার (আর্টেস্টিক সুইমিং, অ্যাথলেটিক্স, বেসবল, বাস্কেটবল, বিচ ভলিবল, বক্সিং, ক্যানয় স্প্রিন্ট, সাইক্লিং ট্র্যাক, ডাইভিং, ইকুয়েস্ট্রেইন, ফুটবল, গলফ, হ্যান্ডবল, কারাতে, মডার্ন পেন্টাথ্লন, রিদমিক জিমনাস্টিক, ভলিবল, ওয়াটার পোলো ও রেসলিং) মোট ৩৪টি ইভেন্টের।

অলিম্পিকের ১৫ দিন শেষে যথারীতি পদক তালিকার শীর্ষে রয়েছে চীন। এদিন ২টি স্বর্ণ জিতেছে তারা। ৩৮টি স্বর্ণ, ৩১টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জসহ মোট ৮৭টি পদক নিয়ে এক নম্বরে আছে এশিয়ান দেশটি। তবে চীনের সঙ্গে এদন ব্যবধান বেশ কমিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এদিন ৫টি স্বর্ণ জিতেছে তারা। ৩৬টি স্বর্ণ, ৩৯টি রৌপ্য ও ৩৩টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১০৮টি পদক তাদের। তৃতীয় স্থানে থাকা স্বাগতিক জাপান এদিন জিতেছে ৩টি স্বর্ণ। ২৭টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক।

এদিন গ্রেট ব্রিটেনকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে রাশিয়ান অলিম্পিক কমিটি (আরওসি)। যদিও ব্রিটেনের সমান ২০টি স্বর্ণ তাদের। তবে রূপার সংখ্যা বেশি হওয়ায় এগিয়ে আছে তারা। ২০টি স্বর্ণ, ২৬টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬৯টি পদক পেয়েছে তারা। ২০টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জসহ মোট ৬৩টি পদক তাদের। ষষ্ঠ স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৭টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জসহ মোট ৪৪টি পদক।

ভলিবল

পুরুষদের ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে ফ্রান্স। ফাইনালে রাশিয়ান অলিম্পিক কমিটিকে ৩-২ (২৫-২৩, ২৫-১৭, ২১-২৫, ২১-২৫ ও ১৫-১২) ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এ ইভেন্টে ব্রাজিলকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয় আর্জেন্টিনা।

ফুটবল

পুরুষদের ইভেন্টে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ জিতেছে ব্রাজিল। ফাইনালে এদিন স্পেনকে ২-১ গোলের ব্যবধানে হারায় দলটি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোল ড্র হলে গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৯তম মিনিটে বদলি খেলোয়াড় ম্যালকমের গোল জয় পায় সেলেকাওরা। জাপানকে হারিয়ে এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে মেক্সিকো।

হ্যান্ডবল

পুরুষদের ইভেন্টে স্বর্ণ পদক জিতে নিয়েছে ফ্রান্স। ফাইনালে ডেনমার্ককে ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। মিশরকে হারিয়ে এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে স্পেন।

বেসবল

পুরুষদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাপান। ফাইনালে এদিন মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-০ ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতে নেয় স্বাগতিকরা। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে ডোমিনিকান রিপাবলিক।

অ্যাথলেটিক্স

পুরুষদের ৪x৪০০ মিটার রিলে ইভেন্টে স্বর্ণ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২ মিনিট ৫৫.৭০ সেকেন্ডে রেস শেষ করে প্রথম হয়েছে তারা। তাদের চেয়ে ১.৪৮ সেকেন্ড সময় বেশি নিয়ে দ্বিতীয় হয়েছে নেদারল্যান্ডস। ব্রোঞ্জ পদক পেয়েছে বোতসোয়ানা।

অ্যাথলেটিক্স

নারীদের ৪x৪০০ মিটার রিলে ইভেন্টে স্বর্ণ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ১৬.৮৫ সেকেন্ডে রেস শেষ করে এ পদক জিতে নেয় তারা। ৩ মিনিট ২০.৫৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছে পোল্যান্ড। ব্রোঞ্জ পদক পেয়েছে জ্যামাইকা।

রেসলিং

নারীদের ৫০ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন সুসাকি ইউ। ফাইনালে চীনের সুন ইয়ানানকে ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন আজারবাইজানের মারিয়া স্তাদনিক ও মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ হিলডেব্রান্ডট।

অ্যাথলেটিক্স

নারীদের হাই জাম্পে স্বর্ণ জিতেছেন রাশিয়ান অলিম্পিক কমিটির মারিয়া লাসিতস্কেনে। ফাইনাল রাউন্ডে এদিন ২.০৪ মিটার উচ্চতা পারি দিয়ে এ পদক জিতে নেন তিনি। ২.০২ মিটার পারি দিয়ে অস্ট্রেলিয়ার নিকোলা ম্যাকডারমট জিতেছেন রৌপ্য। ব্রোঞ্জ পদক পান ইউক্রেনের ইয়ারোসলাভা মাহুচিখ।

অ্যাথলেটিক্স

পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণ জিতে নিয়েছেন ভারতের নিরাজ চোপরা। চলতি অলিম্পিকে এটাই ভারতের প্রথম স্বর্ণ। এদিন ৮৭.৫৮ মিটার নিক্ষেপ করে প্রথম হন তিনি। ৮৬.৬৭ মিটার নিক্ষেপ রৌপ্য পদক চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভেদলেচ। ব্রোঞ্জ পদক পেয়েছেন একই দেশের ভিতেজস্লাভ ভেসেলি।

ইকুয়েস্ট্রেইন - জাম্পিং

দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে সুইডেন। ফাইনাল রাউন্ডে মোট ২৩৫.৬৫ সেকেন্ড সময়ে ৮ নেট স্কোর করে এ পদক জিতে নেয় তারা। মার্কিন যুক্তরাষ্ট্র রৌপ্য পদক পেয়েছে। ব্রোঞ্জ পদক পেয়েছে বেলজিয়াম।

অ্যাথলেটিক্স

পুরুষদের ১৫০০ মিটার দৌড় পরথম হয়েছেন নরওয়ের জ্যাকব ইনগেব্রিগটসেন। ৩ মিনিট ২৮.৩২ সেকেন্ড সময় নিয়ে এ পদক জিতে নেন তিনি। কেনিয়ার টিমোথি চেরুইওট পেয়েছেন রৌপ্য পদক। গ্রেট ব্রিটেনের জশ কের ব্রোঞ্জ পদক জিতেছেন।

আর্টেস্টিক সুইমিং

নারীদের দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে রাশিয়ান অলিম্পিক কমিটি। ফাইনাল রাউন্ডে এদিন ১৯৬.০৯৭৯ পয়েন্ট পেয়ে প্রথম হন তারা। ১৯৩.৫৩১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে চীন। ব্রোঞ্জ পদক যেটা ইউক্রেন পেয়েছে ১৯০.৩০১৮ পয়েন্ট।

রেসলিং - ফ্রিস্টাইল

পুরুষদের ৯৭ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন রাশিয়ান অলিম্পিক কমিটির আব্দুল রশিদ সাদুলায়েভ। ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাইল স্নাইডারকে ৩-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নিয়েছেন তিনি। ব্রোঞ্জ পদক জিতেছেন কিউবার রেইনেরিস সালাস ও ইতালির আব্রাহাম কনিয়েদো।

অ্যাথলেটিক্স

নারীদের ১০ হাজার মিটার দৌড়ে প্রথম হয়েছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। ২৯ মিনিট ৫৫.৩২ সেকেন্ড সময় নিয়ে এ রেস শেষ করে স্বর্ণ পদক জিতেছেন তিনি। বাহরাইনের কালকিদান গেজেহেগনে ০.৮৬ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন। ব্রোঞ্জ পেয়েছেন ইথিওপিয়ার লেটেসেনবেট গিডে।

কারাতে

পুরুষদের +৭৫ কেজি কুমিতে স্বর্ণ জিতেছেন ইরানের সাজাদ গাঞ্জজাদেহ। ফাইনালে সৌদি আরবের তারেক আলী হামেদিকে ৪-০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতেন তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন তুরস্কের উগার আকতাস ও জাপানের রিউতারো আরাগা।

কারাতে

নারীদের ৬১ কেজি কুমিতে স্বর্ণ জিতেছেন মিশরের ফেরিয়াল আব্দেল আজিজ। ফাইনালে আজারবাইজানের ইরিনা জারেতস্কাকে ২-০ পয়েন্টে হারান তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন চীনের গং লি ও আজারবাইজানের সোফিয়া বেরুলতসেভা।

রেসলিং - ফ্রিস্টাইল

পুরুষদের ৬৫ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন জাপানের ওতোগুরো তাকুতো। ফাইনালে আজারবাইজানের হাজি অলিভকে ৩-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতেছেন তিনি। ব্রোঞ্জ পদক জিতেছেন রাশিয়ান অলিম্পিক কমিটির গাদশিকুরাদ রাশিদোভ ও ভারতের বাজরাং পুনিয়া।

মডার্ন পেন্টাথ্লন

পুরুষদের এককে স্বর্ণ জিতেছেন গ্রেট ব্রিটেনের জোসেফ চোং। ১১ মিনিট ১৭.৫৩ সেকেন্ড সময় নিয়ে এ পদক জিতেছেন তিনি। তারচেয়ে ৪.৯৪ সেকেন্ড সময় বেশি নিয়ে দ্বিতীয় হয়েছেন মিশরের আহমেদ এলগেনদি। দক্ষিণ কোরিয়ার জুন উং-তাই জিতেছেন ব্রোঞ্জ পদক।

সাইক্লিং - ট্র্যাক

পুরুষদের ম্যাডীসন ইভেন্টে স্বর্ণ জিতেছে ডেনমার্ক। ফাইনাল রাউন্ডে এদিন ৪৩ পয়েন্ট তুলে পদক নিশ্চিত করে লেসে হানসেন ও মাইকেল মরকোভ। গ্রেট ব্রিটেনের ইথান হায়তার ও ম্যাত ওয়ালস রৌপ্য পদক লাভ করেন। তৃতীয় হয়েছেন ফ্রান্সের বেঞ্জামিন থমাস ও ডোনাভান গ্রোনডিন।

জিমনাস্টিক - রিদমিক

নারীদের একক অল-রাউন্ড ইভেন্টে স্বর্ণ জিতেছেন ইজরাইলের লিনয় আশরাম। রাশিয়ান অলিম্পিক কমিটির দিনা আভেরিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১০৭.৮০০ পেয়ে এ পদক জিতে নেন এ ইসরাইলি। দিনা পান ১০৭.৬৫০ পয়েন্ট। তৃতীয় হয়েছেন বেলারুশের অ্যালিনা হারনাস্কো। 

ওয়াটার পোলো

নারীদের ইভেন্টে স্বর্ণ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালে স্পেনকে ১৪.৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। রাশিয়ান অলিম্পিক কমিটিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে হাঙ্গেরি।

ডাইভিং

পুরুষদের ১০ মিটার প্লাটফর্ম ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য দুটোই গিয়েছে চীনে। ফাইনাল রাউন্ডে এদিন চাও ইয়ান ৫৮২ পয়েন্ট পেয়ে স্বর্ণ জিতে নেন। আরেক চাইনিজ তারকা ইয়াং জিয়ান ৫৮০.৪০ পয়েন্ট নিয়ে হয়েছেন দ্বিতীয়। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন থমাস ডিলে।

বক্সিং

নারীদের অল্টারওয়েট ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন তুরস্কের বুসেনাজ সুর্মেনেলি। ফাইনালে চীনের গা হংকে ৩-০ পয়েন্টের ব্যবধানে এ পদক জিতে নেন তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওশি জোন্স ও ভারতের লাভলিনা বোরগোহেইন।

বক্সিং

পুরুষদের মিডলওয়েট ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন ব্রাজিলের হাভার্ট সৌসা। ফাইনালে ইউক্রেনের ওলেকসান্দার খিঝনিয়াককে নকআউট করে এ পদক জিতে নেন তিনি। ফিলিপাইনের ইউমির মার্সিয়াল ও রাশিয়ান অলিম্পিক কমিটির গ্লেব বাকশি পেয়েছেন ব্রোঞ্জ।

বক্সিং

নারীদের ফ্লাইওয়েট ইভেন্টে স্বর্ণ জিতেছেন বেলারুশের স্তয়কা পেত্রোভা। ফাইনালে তুরস্কের বুসি নাজ চাকিরোগলুকে ৫-০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন তিনি। জাপানের টিসুকিমি নামিকি ও চাইনিজ তাইপের হুয়াং সিয়াওয়েন জিতেছেন ব্রোঞ্জ।

বক্সিং

পুরুষদের ফ্লাইওয়েট ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন গ্রেট ব্রিটেনের গালাল ইয়াফাই। ফাইনালে ফিলিপিনের কার্লো পালামকে ৪-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন কাজাখস্তানের সেকান বিদোসিনোভ ও জাপানের রিওমেই তানাকা।

গলফ

নারীদের এককে লড়াইটা হয়েছে জমজমাট। তাতে জাপানের ইনামি মোনিকে পেছনে স্বর্ণ পদক জিতে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেলি করডা। শেষ রাউন্ডের আগে সমতায় ছিলেন তারা। শেষ পর্যন্ত পারের চেয়ে ১৭ শট কম খেলে এ পদক জিতে নেন এ মার্কিন তরুণী। মোনি ও অস্ট্রেলিয়ার লিডিয়া কো দুই জনই ১৬ শট কম খেলেন। প্লে অফে রৌপ্য পান মোনি। অল্পের জন্য এ ইভেন্টে পদক পাননি ভারতের অদিতি অশোক। ১৫ শট কম খেলে হয়েছেন চতুর্থ।

বাস্কেটবল

পুরুষদের বিভাগে স্বর্ণ পদক জিতে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালে এদিন ফ্রান্সকে ৮৭-৮২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন তারা। এ ইভেন্টে স্লোভেনিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

ক্যানয় স্প্রিন্ট

পুরুষদেরদের কে৪ ৫০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছে জার্মানি। ১ মিনিট ২২.২১৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন তারা। ০.২২৬ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছে স্পেন। ব্রোঞ্জ পদক জিতেছে স্লোভাকিয়া। 

ক্যানয় স্প্রিন্ট

নারীদের কে৪ ৫০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছে হাঙ্গেরি। ১ মিনিট ৩৫.৪৬৩ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করে এ পদক জিতে নেন তারা। ০.৬১ সেকেন্ড বেশি নিয়ে রৌপ্য পদক জিতেছে বেলারুস। তৃতীয় হয়েছে পোল্যান্ড।

বিচ ভলিবল

পুরুষদের বিভাগে স্বর্ণ জিতেছে নরওয়ে। ফাইনালে রাশিয়ান অলিম্পিক কমিটির ভিয়াচেস্লাভ ও ওলেগ স্তোয়ানোভস্কি জুটিকে ২-০ (২১-১৭ ০ ২১-১৮) সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন আন্দেরস মোল ও ক্রিস্তিয়ান সোরাম। লাটভিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে কাতার।

ক্যানয় স্প্রিন্ট

পুরুষদের সি১ ১০০০ মিটার ইভেন্টে স্বর্ণ পদক জিতে নিয়েছেন ব্রাজিলের ইসাকুইয়াস কুইরোজ দস সান্তস। ৪ মিনিট ৪.৪০৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হিন তিনি। চীনের লিউ হাও হয়েছেন দ্বিতীয়। ব্রোঞ্জ পদক পেয়েছেন মালডোভার সেরহি তার্নোভস্কি।

ক্যানয় স্প্রিন্ট

নারীদের সি২ ৫০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের সুন মেঙ্গিয়া ও জু শিজিয়াও। ১ মিনিট ৫৫.৪৯৫ সেকেন্ড সময় লেগেছে তাদের। ইউক্রেনের আনাস্তাসিয়া চেতভেরিকোভা ও লুদমিলা লুজান জিতে নিয়েছেন রৌপ্য পদক। ব্রোঞ্জ পদক জিতেছেন লরেঞ্চে ভিন্সেন্ট লাপয়েন্টে ও ক্যাথরিন ভিনসেন্ট।

অ্যাথলেটিক্স

নারীদের ম্যারাথনের লড়াইটা হয়েছে দুই কেনিয়ান প্রতিযোগীর মধ্যে। তাতে স্বর্ণ জিতেছেন কেনিয়ার পেরেস জেপচিরচির। রেস শেষ করতে তার সময় লাগে ২ ঘণ্টা ২৭ মিনিট ২০ সেকেন্ড। তারচেয়ে ১৬ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন স্বদেশী ব্রিগিড কোসগেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মলি সেইডেল জিতেছেন ব্রোঞ্জ।

Comments

The Daily Star  | English

‘Salma was killed by tenant, not her son’

Salma was killed by her “drug peddler” tenant, not by her 19-year-old son, said police yesterday contradicting Rab’s claim.

3h ago