২০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ ডি গ্রেসের

দারুণ চমক উপহার দিয়ে ১০০ মিটারে উসাইন বোল্টের উত্তরসূরি হয়েছিলেন এক ইতালিয়ান। তবে ২০০ মিটার ইভেন্টে তেমন চমক দেখা যায়নি। প্রত্যাশিতভাবে স্বর্ণ পদক জিতে নিয়েছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা কানাডার ডি গ্রেসে আন্দ্রে।

বুধবার টোকিও অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে ১৯.৬২ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারের সেরা হন গ্রেস। তবে লড়াইটা হয়েছে বেশ জমজমাট। তারচেয়ে মাত্র ০.০৩ সেকেন্ড সময় বেশি নিয়ে দ্বিতীয় হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেডনারেক কেন্নেথ। ব্রোঞ্জ পদক পেয়েছেন আরেক মার্কিন তারকা লিলেস নোয়াহ।

পাঁচ বছর আগে বোল্টের সঙ্গে লড়াইয়ে দ্বিতীয় হয়েছিলেন গ্রেস। তবে বিশ্বকে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন ঠিকই। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত স্বর্ণ জিতে নেন এ তারকা। অলিম্পিক ক্যারিয়ারে এটাই তার প্রথম স্বর্ণ পদক। দুটি অলিম্পিকে অংশ নেওয়া সব ইভেন্টেই পদক জিতেছিলেন। এবার স্বর্ণের মুখও দেখলেন তিনি।

একই সঙ্গে দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জয়ের কীর্তিও গড়েন তিনি। ২০০ মিটার দৌড়ে এর আগে কোনো কানাডিয়ান স্বর্ণ জেতেনি।

Comments

The Daily Star  | English

JCD ends Shahbagh protest demanding justice for Shammo

Demonstrators blocked key intersection, sought arrest and trial of accused

48m ago