বরিশালে করোনা চিকিৎসায় দ্বিগুণ হচ্ছে শয্যা
বরিশাল জেলায় সরকারি পর্যায়ে কোভিড বেডের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা পর্যায়ে করোনা সংক্রান্ত কমিটি।
গতকাল সোমবার বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ শয্যা ও বরিশাল জেনারেল হাসপাতালের ২০ শয্যাসহ মোট ৩২০ শয্যায় করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন করে নয়টি উপজেলায় ১৮০ শয্যা, বরিশাল জেনারেল হাসপাতালে ১০০ শয্যা এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ২০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে পরিণত করা হচ্ছে। এর মধ্যে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শুধু মাত্র সন্তানসম্ভবা নারীদের চিকিৎসা দেওয়া হবে।'
জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, 'আগামীকাল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সন্তানসম্ভবা নারীদের কোভিড চিকিৎসা শুরু হতে যাচ্ছে। এ জন্য এখানে দুটি আইসিইউ শয্যা চাওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। এ ছাড়াও বরিশাল জেনারেল হাসপাতালের জন্য দুটি আইসিইউ শয্যা চাওয়া হয়েছে।'
তিনি আরও জানান, 'বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬টি আইসিইউ শয্যা রয়েছে, আরও চারটি আসছে শিগগির।'
বরিশালের জেলা প্রশাসক ও কোভিড সংক্রান্ত কমিটির সভাপতি মো. জসিমউদ্দিন বলেন, 'শের-ই বাংলা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে প্রচুর রোগীর চাপ। খুব খারাপ অবস্থা না হলে উপজেলা থেকে যাতে রোগী এখানে না আসে সেজন্য প্রতিটি উপজেলা হাসপাতালের ২০টি শয্যা করোনা ডেডিকেটেড করা হচ্ছে। এখানে স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণে সবার সহযোগিতা প্রয়োজন।'
Comments