রোমাঞ্চকর ম্যাচে আইভরি-কোস্টকে হারিয়ে সেমিতে স্পেন

নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে গোল পেয়ে এগিয়ে যায় আইভরি কোস্ট। ম্যাচ শেষ হতে বাকি তখন আর দুই মিনিট। তখন মনে হয়েছিল আফ্রিকান দলটির জয় যেন সময়ের ব্যাপার। এ সময়ে রাফা মিরকে মাঠে নামান স্প্যানিশ কোচ লুইস দি লা ফন্তে। পরের মিনিটেই সমতাসূচক গোল করেন এ তরুণ। এরপর অতিরিক্ত সময়ে জোড়া গোলে করেন হ্যাটট্রিক। সঙ্গে মাইকেল ওয়ারজাবালের পেনাল্টি গোলে জয় পায় স্পেনই।

শনিবার রিফুর মিয়াগি স্টেডিয়ামে আইভরি কোস্ট অনূর্ধ্ব-২৩ দলকে ৫-২ গোলের ব্যবধানে হারায় স্পেন অনূর্ধ্ব-২৩ দল।

ম্যাচে স্প্যানিশরা মাঝ মাঠের দখল বেশি রাখলেও গোল করার সুযোগ বেশি তৈরি করে আইভরি কোস্টই। শুরুতে এগিয়েও যায় তারা। নবম মিনিটেই ধাক্কা খায় স্পেন। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন বার্সেলোনা তারকা অস্কার মিঙ্গুয়েজা। তার কয়েক মুহূর্ত পর গোলও হজম করে দলটি। ম্যাক্স এলাইন গ্রাদেলের ক্রস থেকে সৃষ্ট জটলায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন এরিক বেইলি।

২০ মিনিট পরই সমতায় ফেরে স্পেন। অবশ্য গোল এক প্রকার উপহারই পায় দলটি। মিকেল মেরিনোর ক্রস বুক দিয়ে ঠেকিয়ে গোলরক্ষককে দিতে চেয়েছিলেন আইভরি কোস্টের ইসমাইল দিয়াল্লো। সামনেই ছিলে দানি ওলমো। গোলরক্ষক বল ধরার আগেই আলতো টোকায় দিক বদলে দেন এ লাইপজিগ তারকা। বল জড়ায় জালে।

তবে ম্যাচের যোগ করা সময়ে হয় দারুণ নাটক। প্রথম মিনিটে ম্যাক্স গ্রাদেলের গোলে ফের এগিয়ে যায় আইভরি কোস্ট। বাঁ প্রান্ত থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। কিন্তু দুই মিনিট পরই দলকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় রাফা মির। ডি-বক্সে জটলা থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান এ উল্ভস তারকা।

৯৮তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় স্পেন। ওয়ারজাবালের সফল স্পটকিক থেকে এগিয়ে যায় দলটি। ডি-বক্সের মধ্যে বল বেইলির হাতে লাগলে ভিএআর যাচাই করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এ গোলই যেন ম্যাচের চিত্র বদলে দেয়।

১১৭তম মিনিটে আরও একটি গোল পান রাফা। বাঁ প্রান্ত থেকে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন তিনি। চার মিনিট পর আইভরি কোস্টের জালে শেষ পেরেকটি ঠুকে দেন সেই রাফা। পূরণ করেন নিজের হ্যাটট্রিক। তাতে শেষ পর্যন্ত বড় জয়ই পায় স্প্যানিশরা।

Comments

The Daily Star  | English

S Alam threatens int'l legal action against govt over asset freezing: FT

Alam says his family's bank accounts were frozen, they were subjected to travel bans, and they lost control of their companies, all while facing investigations for alleged money laundering without formal notification.

58m ago