ইতিহাস গড়ে পদক জিতল ৩৪ হাজার জনসংখ্যার স্যান ম্যারিনো

ছবি: এএফপি

রেকর্ডটা ৪৫ বছর ধরে নিজেদের দখলে রেখেছিল বারমুডা। তাদেরকে টপকে গেল স্যান ম্যারিনো। জনসংখ্যার ভিত্তিতে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে পদক জেতা ক্ষুদ্রতম দেশ বা স্বায়ত্তশাসিত অঞ্চল হওয়ার নতুন কীর্তি গড়ল তারা।

বৃহস্পতিবার নারীদের শুটিংয়ের ট্র্যাপে ব্রোঞ্জ জিতেছেন আলেসান্দ্রা পেরিল্লি। ফাইনালে ৫০টি শটের ২৯টিতে লক্ষ্যভেদ করতে সক্ষম হন তিনি। নিজেদের অলিম্পিক ইতিহাসে প্রায় ৩৪ হাজার জনসংখ্যার স্যান ম্যারিনোর এটাই প্রথম পদক।

৩৩ বছর বয়সী পেরিল্লির ব্রোঞ্জ জয়ের মাধ্যমে অবসান হয়েছে ইউরোপের দেশ স্যান ম্যারিনোর ৬১ বছরের দীর্ঘ অপেক্ষার। ১৯৬০ সাল থেকে অলিম্পিকে অংশ নিলেও এতদিন পদকের ঝুলি শূন্য ছিল তাদের।

গ্রীষ্মকালীন ও শীতকালীন, দুই অলিম্পিক মিলিয়েই স্যান ম্যারিনো এখন পদক জেতা ক্ষুদ্রতম দেশ। ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন বারমুডার বক্সার ক্লারেন্স হিল। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত স্বায়ত্তশাসিত ব্রিটিশ সামুদ্রিক অঞ্চলটির জনসংখ্যা সেসময় ছিল প্রায় ৫৪ হাজার (বর্তমানে প্রায় ৭০ হাজার)। প্রায় ৩৮ হাজার জনসংখ্যার লিচেনস্টেইন শীতকালীন অলিম্পিকে জিতেছে দশটি পদক। তবে গ্রীষ্মকালীন অলিম্পিকে এখনও কোনো পদক পায়নি মধ্য ইউরোপের দেশটি।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে স্যান ম্যারিনোকে পদক জেতানোর খুব কাছে পৌঁছে গিয়েছিলেন পেরিল্লি। শুটিংয়ের ট্র্যাপের ফাইনালে অনেক আশা জাগিয়েও শেষ মুহূর্তের ছন্দপতনে হয়েছিলেন চতুর্থ। নয় বছর পর সেই আক্ষেপ ঘুচিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পেরিল্লি জানিয়েছেন, 'ফাইনাল চলাকালে যখন পঞ্চম শুটার বাদ পড়ে গেল, তখন আমি ভাবছিলাম, আমি এবার চতুর্থ স্থানে থেকে শেষ করতে চাই না। সুতরাং, আমাকে এটা (পদক জয়) করতেই হবে।'

নিজ দেশকে পদক জিতিয়ে স্বাভাবিকভাবেই গর্ববোধ করছেন তিনি, 'অলিম্পিকে এটি আমার প্রথম অংশগ্রহণ নয়। তবে এটি আমার এবং আমার দেশের জন্য প্রথম পদক। আমরা ছোট্ট একটি দেশ হলেও ভীষণ গর্বিত।'

উল্লেখ্য, মেয়েদের ট্র্যাপের বাছাইপর্বেই তাক লাগিয়ে দিয়েছিলেন রেহাক স্তেফেচকোভা। একটি শটেও ব্যর্থ না হয়ে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। স্লোভাকিয়ার এই শুটার ফাইনালেও ছন্দ ধরে রেখে জিতেছেন প্রত্যাশিত সোনা। ৫০টি শটের ৪৩টিতেই লক্ষ্যভেদ করেছেন তিনি, যা শুটিংয়ের নতুন এই সংস্করণের ফাইনালে অলিম্পিক রেকর্ড। যুক্তরাষ্ট্রের কাইলি ব্রাউনিং ৪২টি লক্ষ্যভেদ করে পেয়েছেন রুপা।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago