উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে ফেদেরার-নাদালের রেকর্ড ছুঁলেন জোকোভিচ

djokovic_wimbledon
ছবি: টুইটার

প্রথম সেটে এগিয়ে থেকেও হেরে গেলেন নোভাক জোকোভিচ। তাতে হয়তো নড়েচড়ে বসেছিলেন টেনিস ভক্তরা। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা মাত্তেও বেরেত্তিনি কী তাহলে অঘটন ঘটাতে চলেছেন? না, পরের তিন সেটে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি তিনি। তাকে অনায়াসে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতলেন জোকোভিচ। পুরুষ এককে সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে তিনি ছুঁয়ে ফেললেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে।

রবিবার আসরের ফাইনালে অল ইংল্যান্ড ক্লাবে পিছিয়ে পড়েও ৩-১ সেটে জেতেন সার্বিয়ার জোকোভিচ। বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় ইতালির বেরেত্তিনিকে হারান ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-৪ ও ৬-৩ গেমে।

উইম্বলডনে ৩৪ বছর বয়সী জোকোভিচের এটি টানা তৃতীয় শিরোপা। করোনাভাইরাসের কারণে গত বছর আসরটি অনুষ্ঠিত হয়নি। এর আগের দুইবারেও চ্যাম্পিয়ন হয়েছিলেন জোকার খ্যাত তারকা। সবমিলিয়ে উইম্বলডনের গত সাত আসরের পাঁচটিতেই শিরোপার উল্লাস করেছেন তিনি।

চলতি বছর তিনটি গ্র্যান্ড স্ল্যামে অংশ নিয়ে প্রতিটিতে সেরার মুকুট উঁচিয়ে ধরার কৃতিত্ব দেখালেন জোকোভিচ। উইম্বলডনের আগে তিনি ঘরে তোলেন অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন।

ক্যারিয়ারের ২০টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রেকর্ড নয়বার জোকোভিচ চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে। এছাড়া, উইম্বলডনে ছয়বার, ইউএস ওপেনে তিনবার ও ফরাসি ওপেনে দুইবার সেরার মুকুট জিতেছেন তিনি।

রেকর্ডে ফেদেরার ও নাদালের পাশে বসার প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেছেন, ‘মানে দাঁড়াচ্ছে, আমরা কেউই থামব না। রাফা ও রজারকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা খেলাটির দুই কিংবদন্তি। ক্যারিয়ারে আমি যাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে সবচেয়ে বড় মাপের খেলোয়াড় তারা।’

Comments

The Daily Star  | English

People won’t tolerate interim govt's incompetence: Tarique

BNP acting chairman Tarique Rahman today urged the interim government to manifest its commitment to ensuring people's voting rights through a credible election in a bid to strengthen ties with people and build their trust

6m ago