প্রথমবারের মতো উইম্বলডনের নারী এককের ফাইনালে বার্টি
প্রথম সেটে সুবিধা করতে না পারা অ্যাঞ্জেলিক কেরবার দ্বিতীয় সেটে জমিয়ে তুললেন প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টির ফাইনালে ওঠার পথে বাধা হতে পারলেন না তিনি।
বৃহস্পতিবার উইম্বলডনের নারী এককের প্রথম সেমিফাইনালে সরাসরি সেটে জিতেছেন ২৫ বছর বয়সী বার্টি। অল ইংল্যান্ড ক্লাবে এই প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন জার্মানির কেরবারকে তিনি হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে।
এবারই প্রথম উইম্বলডনের শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়েছেন বার্টি। এর আগে একবারই কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন তিনি, ২০১৯ সালের ফরাসি ওপেনে। সেবার চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভোন্দ্রুসোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলন তিনি।
উচ্ছ্বসিত বার্টি ম্যাচের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা অসাধারণ ব্যাপার। আমাকে আজকের এই ম্যাচের মতো ভালো টেনিস খেলতে হবে।’
চ্যালেঞ্জ জানানোর জন্য প্রতিপক্ষকেও কৃতিত্ব দিয়েছেন তিনি, ‘তিনি আমার সেরাটা বের করে এনেছেন। আর আমিও জানতাম, আমাকে সেরাটাই খেলতে হবে।’
আগামী শনিবার অনুষ্ঠিত হবে উইম্বলডনের নারী এককের ফাইনাল। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দ্বিতীয় বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কা অথবা অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভার মুখোমুখি হবেন বার্টি।
এবারের আসরে প্রথম রাউন্ডের পর কোনো সেট না হারা বার্টি জানিয়েছেন শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্যের কথা, ‘ফাইনালে আমার সামনে সুযোগ রয়েছে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার।’
Comments