স্থানীয়দের তাড়ায় মারা গেল নীলগাইটি

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রানীশৈকৈল উপজেলার মুক্তারবস্তি গ্রামে স্থানীয়দের তাড়ায় বিলুপ্তপ্রায় একটি নীলগাই মারা গেছে।

আজ শুক্রবার বিকেলে মারা যাওয়া প্রাণীটি নীলগাই বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মদন কুমার রায়।

স্থানীয়রা জানিয়েছেন, প্রাণীটি কয়েকদিন আগে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছে এবং গ্রামে ঘুরতে দেখা গেছে। আজ দুপুরে প্রাণীটিকে একটি ফসলের খেতে দেখতে পেয়ে স্থানীয়রা তাড়া করে। এক পর্যায়ে এটি নির্মাণাধীন একটি বাড়িতে আশ্রয় নেয়। এসময় তাকে ধরতে গেলে সঙ্গে সঙ্গে জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে এবং পড়ে অজ্ঞান হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় একজন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু, এক ঘণ্টার মধ্যে এটি মারা যায়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহাসহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মদন কুমার রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুরুষ নীলগাইটি মানুষের তাড়া খেয়ে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। এটি ছাই রঙের নীলগাই ছিল।

প্রাণীটির বৈজ্ঞানিক নাম বোসলাফুস ট্রাগোক্যামেলাস। শত বছর আগে বিপন্ন প্রাণীটি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে পাওয়া যেত। একসময় এই প্রাণীটিকে ঠাকুরগাঁও, দিনাজপুর এবং পঞ্চগড়ে পাওয়া যেত। তবে, এখন তা বিরল।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, স্থানীয় বন কর্মকর্তার সঙ্গে কথা বলার পর বিকেলে মৃত প্রাণীটিকে সমাধিস্থ করা হয়।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মীরা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার শৌলা দোগাছি গ্রাম থেকে একটি আহত নীলগাই উদ্ধার করে। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আরও একটি নীলগাইকে রানীশংকৈলের জাদুয়ার গ্রাম থেকে উদ্ধার করা হয়।

এ ছাড়, চলতি বছরের ৩ মার্চ পঞ্চগড়ের আওয়ারি উপজেলার খোচপাড়া গ্রাম থেকে একটি মৃত নীলগাই উদ্ধার করে পুলিশ।

 

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago