হোলি আর্টিজান হামলার ৫ বছর: জঙ্গিবাদ মোকাবিলায় আমাদের সামর্থ্য কতটুকু?
ঢাকার হোলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার পর পাঁচ বছর পার হয়েছে। সেদিনের ঘটনার পর জঙ্গিবাদ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পাল্টে যায়—শুধু দরিদ্র পরিবারের সন্তানরাই নয়, শহরের সচ্ছল, বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত তরুণরাও জঙ্গি মতাদর্শে মত্ত হয়ে চরম বিপথে যেতে পারে। ঘটাতে পারে অচিন্তনীয় ঘটনা।
আইনশৃঙ্খলা বাহিনী কৌশলগতভাবে জঙ্গিবাদ কতটুকু মোকাবিলা করতে পারছে? দেশের নিরাপত্তায় তাদের সামর্থ্যই বা কতটুকু?
হোলি আর্টিজান হামলার পঞ্চম বার্ষিকীতে স্টার মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজনে দ্য ডেইলি স্টারের রিপোর্টার জামিল খান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানের কাছে জানতে চেয়েছেন এসব প্রশ্নের উত্তর।
Comments