শুক্রবার খুলছে না মধুমিতা

মধুমিতা সিনেমা হল। ছবি: সংগৃহীত

টানা ১৪ মাস বন্ধ থাকার পর ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা খোলার কথা ছিল আগামীকাল শুক্রবার। শাকিব খান অভিনীত নবাব এলএল.বি সিনেমা দিয়ে দর্শকদের জন্য উন্মুক্ত হওয়ার কথা ছিল মধুমিতার গেট।

কিন্ত, আগামীকাল মধুমিতা খুলছে না। হল খোলার পুরোপুরি প্রস্তুতি নেওয়ার পরও মধুমিতা কতৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

হল না খোলার কারণ হিসেবে হল কতৃপক্ষ জানিয়েছে, ঢাকা একপ্রকার সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এমন পরিস্থিতিতে হল খোলার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে কর্তৃপক্ষ। দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে হল না খোলার একটি নোটিশ।

মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়া এবং সরকারি নির্দেশ না পাওয়ায় আমরা এবারও হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, ১৪ মাস হল বন্ধ আছে। আর কতদিন এভাবে চলবে জানি না। লোকসান গুনতে গুনতে আমাদের দিন কাটছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ মার্চ থেকে বন্ধ আছে ঢাকার ৫০ বছরের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল।

আরও পড়ুন:

শাকিব খানের সিনেমা দিয়ে ১৪ মাস পর খুলছে মধুমিতা

খুলছে না মধুমিতা সিনেমা হল

Comments