বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট নিয়ে মন্তব্য করবেন না অর্থমন্ত্রী
প্রায় চার বছর পার হলেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি বিষয়ে সরকারি তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে মামলা চলমান থাকায় আমি কোনো মন্তব্য করব না।’
২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন ডলার নিউইয়র্কের রিজার্ভ ব্যাংক থেকে হ্যাংকাররা অভিনব উপায়ে বের করে নেয়। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে পরে ২০ মিলিয়ন ডলার উদ্ধার করা হয়। এ ঘটনায় সরকার সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি করে দেয়। যে কমিটি ২০১৭ সালের মে’তে সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। তবে, সেই রিপোর্ট সরকার আজও প্রকাশ করেনি।
এই ঘটনায় বাংলাদেশ, ফিলিপাইন ও নিউইয়র্কে মামলা চলমান রয়েছে।
আরও পড়ুন:
Comments