অলিম্পিকে রোমানের সঙ্গে দিয়াও
নজর কেড়েছিলেন সুইজারল্যান্ডেই। আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় পর্যায়ে মিশ্র দ্বৈতের ফাইনালে রোমান সানার সঙ্গে দারুণ খেলেছিলেন দিয়া সিদ্দিকী। তবে অলিম্পিকের জায়গা পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষপর্যন্ত ইনভাইটেশন কার্ড (আমন্ত্রণ পত্র) পেয়েছেন বাংলাদেশের এই নারী আর্চার। রোমান সানার সঙ্গে তিনিও থাকছেন টোকিও অলিম্পিকে।
প্রথম কোনো বাংলাদেশি আর্চার হিসেবে দুই বছর আগেই অলিম্পিক নিশ্চিত করেছিলেন রোমান সানা। সম্পূর্ণ নিজের যোগ্যতায় জায়গা পেয়েছিলেন তিনি। ২০১৯ সালের জুনে আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জেতায় জায়গা মিলে তার। ফলে টোকিওতে দুই বিভাগে লড়বে বাংলাদেশ।
তবে দিয়া জায়গা পেলেন ওয়াইল্ড কার্ড নিয়ে। প্যারিসে অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশনে কোটা পাওয়ার আশা শেষ হওয়ার দিনে সুখবরটা পান এ তরুণী। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্চারি ফেডারেশন।
বিবৃতিতে তারা জানায়, আরও তিনটি দেশের তিন অ্যাথলেটের সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন দিয়াও। অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশনে মহিলা রিকার্ভ একক থেকে ছিটকে পড়েছিলেন দিয়া। অবশ্য লড়াই করেছিলেন দারুণ। তবে এর কিছুক্ষণ পরই পেলেন অলিম্পিকে যাওয়ার টিকেট।
আগের দিন অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশন এবং আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৩ থেকে রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এদিন মহিলা রিকার্ভ একক থেকেই দিয়ার সঙ্গে বাদ পড়েন বিউটি রায় ও মেহেনাজ আক্তার মুনিরা।
Comments