আগামী ৫ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে: আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী পাঁচদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের পূর্বাঞ্চলে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ ঢাকায় ১৬ মিলিমিটার, চট্টগ্রামে ৯৮ মিলিমিটার, সিলেটে ২ মিলিমিটার, রাজশাহীতে ১০ মিলিমিটার, খুলনায় ৯ মিলিমিটার ও বরিশালে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
তবে, রংপুরে সামান্য এবং ময়মনসিংহে বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলে জানানো হয়েছে।
আজ দেশের ৯ জেলায় বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জে পাঁচ জন, চট্টগ্রামে চার জন, পটুয়াখালীতে তিন জন, মানিকগঞ্জ ও ফেনীতে দুজন করে চার জন এবং মাদারীপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে এক জন করে নিহত হয়েছেন।
আরও পড়ুন:
Comments