শরীয়তপুর ও মাদারীপুরে বজ্রপাতে ৩ কৃষক নিহত
বজ্রপাতে শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই জন ও মাদারীপুরের শিবচর উপজেলায় একজন কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
শরীয়তপুর জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বজ্রপাতে নিহত দুই কৃষক হলেন- জাজিরা থানার মূলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের তাজুল ইসলাম খলিফা (৬২) ও পালেরচর ইউনিয়নের রাড়ির কান্দি গ্রামের মালেক পেদা (৪২)।
তিনি আরও জানান, শনিবার দুপুর ২টার দিকে তাজুল ইসলাম ও মালেক পেদা জমিতে কাজ করছিলেন। পরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। সেসময় বজ্রপাতের আঘাতে তারা আহত হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয়রা দুপুরের দিকে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের দেখার পর বুঝতে পারি তারা বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন।’
অপরদিকে, মাদারীপুরের শিবচর থানার সন্ন্যাসীরচরে বাদাম শুকানোর সময় বজ্রপাতে ইব্রাহিম বেপারী নামে আরেক কৃষক মারা গেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments