ন‌ওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Naogaon MAP_DS
স্টার অনলাইন গ্রাফিক্স

নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উপজেলার সীমানা ব্রিকস এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ের কাছে গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন, উপজেলার বাদলঘাটা গ্রামের আছের আলীর ছেলে আপাল মাহমুদ ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে পঁচা ইসলাম।’

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা দুই জন উপজেলার কুসুম্বা এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কোনো গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

এ বিষয়ে শাহিনুর রহমান বলেন, লকডাউনের কারণে বাস চলাচল বন্ধ আছে। ট্রাক বা অন্য কোনো যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়েছে। তবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। ময়নাতদন্তে স্বজনের আপত্তি থাকায় মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

Comments