‘বাউনিয়া বাঁধের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ১০ লাখ নষ্ট মোবাইল ফোন’
রাজধানীর মিরপুরের বাউনিয়া বাঁধে বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গুদামের প্রায় ১০ লাখ নষ্ট মোবাইল ফোন পুড়ে গেছে বলে দাবি করেছেন গুদাম মালিক।
বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে বাউনিয়া বাঁধ এলাকার ছয়টি গুদাম পুড়ে গেছে। এগুলোর বেশিরভাগই ছিল পুরাতন মালামালের গুদাম। সেগুলোর একটি পুরাতন মোবাইল ফোনের গুদাম লিমন এন্টারপ্রাইজ। সেটির মালিক মো. কাশেম জানান, গুদামে থাকা প্রায় ১০ লাখ নষ্ট মোবাইল ফোন পুড়ে গেছে।
মো. কাশেম দ্য ডেইলি স্টারকে জানান, তিনি ফেরিওয়ালা ও ভাঙ্গারির দোকান থেকে পুরাতন মোবাইল কিনে থাকেন। দেড় হাজার বর্গফুটের গুদামে তিনি পুরাতন মোবাইল ফোন সংগ্রহ করে কাঁচামাল হিসেবে সার্কিট বিক্রি করার জন্য জমা করেন।
পাশের ভাঙ্গারি দোকানের স্প্রে রঙের ক্যান থেকে আগুন লাগে বলে জানান তিনি।
এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।
Comments