সাবেক এমপি ফালুর ত্রাণ আত্মসাৎ মামলা আপিল বিভাগেও খারিজ

high court
স্টার ফাইল ফটো

বিএনপির সাবেক সংসদ সদস্য মো. মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ত্রাণ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণ আপিল বেঞ্চ হাইকোর্ট বিভাগের রায় চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ করে এই আদেশ দেন।

আদালতে মোসাদ্দেক আলী ফালুর পক্ষে আপিল শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

মোসাদ্দেক আলী ফালুসহ কয়েকজনের বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে তেজগাঁও থানায় দুদক মামলাটি দায়ের করেছিল। পরবর্তীতে ঢাকার একটি আদালত ওই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলা বাতিল চেয়ে ফালু আবেদন করলে ২০১৮ সালের ৭ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ চূড়ান্ত শুনানি নিয়ে মামলা বাতিল ঘোষণা করে রায় দেন। হাইকোর্ট বিভাগের রায় চ্যালেঞ্জ করে দুদক ওই মামলায় আপিল করে।

Comments

The Daily Star  | English

Public gatherings banned in key Dhaka areas from May 18: ISPR

Restrictions imposed to maintain order near Chief Adviser’s Office, military zones

6m ago