মে মাসে বছরের সর্বোচ্চ ২.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
করোনা পরিস্থিতির মধ্যেও দেশে চলতি বছরের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মে মাসে। এ সময় দুই দশমিক ১৭ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, এটি এ বছরের সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রবাহ।
এপ্রিলের ২ দশমিক ০৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স প্রবাহ মে মাসে এসে পাঁচ শতাংশ বেড়েছে। এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যন্স এসেছিল এক দশমিক ৯৬ বিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে এক দশমিক ৭৮ বিলিয়ন ডলার ও মার্চ মাসে এক দশমিক ৯৯ বিলিয়ন ডলার।
মে মাসের এই রেমিট্যান্স প্রবাহ ২০২০ সালের আগস্টের তুলনায় ১০ দশমিক ৫৪ শতাংশ বেশি এবং ২০২০ সালের জুলাইয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে নয় দশমিক ৮৯ বিলিয়ন ডলার।
Comments