সময় এসেছে প্রবাসী শ্রমিকদের দিকে সুনজর দেওয়ার
প্রতি বছর বাংলাদেশ ফরেন রিজার্ভের নতুন নতুন রেকর্ড, অভাবনীয় বৈদেশিক মুদ্রা আয়ের সাফল্যগাথা উদযাপন করছে। কিন্তু যাদের অবদানে এসব সম্ভব হচ্ছে, সেই প্রবাসী শ্রমিকদের সঠিক সম্মান, প্রয়োজনীয় সহায়তা কি দেওয়া হচ্ছে?
প্রবাসী বাংলাদেশিরা নিজ দেশে যে অন্যায়-অবহেলার শিকার হচ্ছেন তা নিয়ে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম সম্প্রতি একটি কলাম লিখেছেন - At every step, they are exploited, mistreated and humiliated. তার কলাম ও প্রবাসী শ্রমিকদের প্রতি অবিচার প্রসঙ্গে আলোচনায় স্টার ভিউজরুম এ আজ যুক্ত হয়েছেন মাহফুজ আনাম।
Comments