অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলার আরও ৬ ফ্লাইট

ছবি: সংগৃহীত

যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ রুটে আরও ছয়টি ফ্লাইট বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। গতকাল ও আজ ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে বর্তমানে ছয়টি গন্তব্যে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনসটি।

আজ শনিবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ২৪টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। আগামী ১ জুন থেকে ঢাকা থেকে সিলেটে আরও একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৪টি ফ্লাইটের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচটি, যশোরে ছয়টি, সৈয়দপুরে সাতটি এবং সিলেট, রাজশাহী ও বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

সংস্থাটি জানায়, সাতটি নতুন এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো পরিচালনা করা হচ্ছে। এছাড়া, ইউএস বাংলার বিমান বহরে আরও চারটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট আছে যেগুলো আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলা আরও জানায়, ঢাকা থেকে চট্টগ্রামের ন্যূনতম ভাড়া সব ধরণের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য মোট তিন হাজার ৪৯৯ টাকা ও ফিরে আসাসহ ভাড়া ছয় হাজার ৯৯৮ টাকা। এছাড়া ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট, যশোর, রাজশাহী ও বরিশালে ন্যূনতম ভাড়া সব ধরণের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য তিন হাজার ৩৯৯ টাকা ও ফিরে আসাসহ ভাড়া ছয় হাজার ৭৯৮ টাকা।

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

6h ago